Bihar Assembly Elections Update: প্রথম দফার ভোটের আগের দিনই বড় ধাক্কা, মুঙ্গেরে বিজেপি-তে যোগ প্রশান্ত কিশোরের দলের প্রার্থীর!

Last Updated:

সঞ্জয় সিং দলবদল করে নেওয়ার ফলে মুঙ্গের কেন্দ্রে এনডিএ এবং আরজেডি-কংগ্রেসের মহাজোটের মধ্যে মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হল৷

দল বদল করে ফেললেন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী সঞ্জয় সিং৷
দল বদল করে ফেললেন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী সঞ্জয় সিং৷
বিহারে প্রথম দফার ভোটের আগের দিনই বড় ধাক্কা খেল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ পিকে-র দলের মুঙ্গের কেন্দ্রের প্রার্থী ভোটের আগের দিন যোগ দিলেন বিজেপি-তে৷ দল বদল করা ওই প্রার্থীর নাম সঞ্জয় সিং৷
সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, মুঙ্গেরের বিজেপি প্রার্থী কুমার প্রণয়ের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন সঞ্জয় সিং৷ এনডিএ জোটের প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়ে দেন তিনি৷
দলবদলের পরই পিকে-র দলের প্রার্থী সংবাদমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার নতুন উচ্চতায় পৌঁছবে৷ সঞ্জয় সিং বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আমি এনডিএ-এর জয় নিশ্চিত করার জন্যই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি৷ আমি এনডিএ-এর জয়ের চেষ্টা করব এবং আমি নিশ্চিত যে এনডিএ বিপুল ব্যবধানে জয়ী হবে৷’
advertisement
advertisement
সিং দলবদল করে নেওয়ার ফলে মুঙ্গের কেন্দ্রে এনডিএ এবং আরজেডি-কংগ্রেসের মহাজোটের মধ্যে মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হল৷ সঞ্জয় সিং-এর দলবদলের ফলে বিহারে ফের বড় ধাক্কা খেল প্রশান্ত কিশোরের দল৷ অক্টোবর মাসেও দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জে পিকে-র দলের তিন প্রার্থী নির্বাচনি লড়াই থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections Update: প্রথম দফার ভোটের আগের দিনই বড় ধাক্কা, মুঙ্গেরে বিজেপি-তে যোগ প্রশান্ত কিশোরের দলের প্রার্থীর!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement