পঞ্জাবে পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, বড় জয় কংগ্রেসের! কৃষক আন্দোলনের জেরে বিপর্যয়

Last Updated:

কংগ্রেসের বিপুল জয়ের সঙ্গে সঙ্গেই পুরভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং শিরোমণি অকালি দল৷

#অমৃতসর: কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিক্ষোভের জের৷ পঞ্জাবে পুরসভা নির্বাচনে জোরাল ধাক্কা খেল বিজেপি৷ গত ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে যে সাতটি পুরনিগমের নির্বাচন হয়েছিল, তার সবকটিতে জয়ের পথে রাজ্যের শাসক দল কংগ্রেস৷ এই সাতটি পুরনিগমের মধ্যে রয়েছে আবোহর, ভাতিন্ডা, কাপুরথোলা, হোসিয়ারপুর, পাঠানকোট, মোগা এবং বাতলা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি পুরনিগম কংগ্রেস ইতিমধ্যেই দখল করে ফেলেছে৷ ভোট গণনার যে ফলাফল উঠে আসছে, তাতে বাকি তিনটিতেও কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত৷
কংগ্রেসের বিপুল জয়ের সঙ্গে সঙ্গেই পুরভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং শিরোমণি অকালি দল৷ কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে এনডিএ জোট থেকে বেরিয়ে এসেও জনসমর্থন পেল না শিরোমণি অকালি দল৷ আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তার আগে এই পুরসভা নির্বাচনের এই ফলাফল বিজেপি-র কাছে অশনি সঙ্কেত৷
কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও পুরভোটে ভাল ফল করেছে৷ কিন্তু জোরদার প্রচার চালিয়েও প্রত্যাশা অনুযায়ী ফল করতে ব্যর্থ আম আদমি পার্টি৷
advertisement
advertisement
পঞ্জাবের আটটির মধ্যে সাতটি পুরনিগমে ভোট হয়েছিল৷ আরও একটি পুরনিগমে আগামী ১৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা৷ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জয় এসেছে ভাটিন্ডায়৷ কারণ দীর্ঘ ৫০ বছর পর সেখানে জয় পেয়েছে দল৷
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্জাবে পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, বড় জয় কংগ্রেসের! কৃষক আন্দোলনের জেরে বিপর্যয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement