আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার কিনতে পারবেন ভাল স্মার্টফোন! কত টাকা দিচ্ছে রাজ্য সরকার?

Last Updated:

টাকা সরাসরি চলে যাবে অ্যাকাউন্টে! উৎসবের মরশুমে ভাল ফোন কিনতে পারবেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য সরকারের বড় পদক্ষেপ।

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন কিনতে টাকা দিল রাজ্য
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন কিনতে টাকা দিল রাজ্য
কালীপুজোর আগেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রত্যেক অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা দেওয়া হল। টাকা সরাসরি চলে যাবে কর্মীদের অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মী রয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করছেন। তাঁদের জন্য অসংখ্য মানুষ উপকৃত হন। তাঁদের কাজ আরও সহজ ও কার্যকর করতে এবার রাজ্য সরকার স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা করে দিচ্ছে।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা যাতে আরো সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন এবং উন্নততর পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন, তার জন্য প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে একটি মোবাইল ফোন কেনার জন্য ১০,০০০/- টাকা করে টাকা দেওয়া হবে।
advertisement
মমতার কথায়, “রাজ্য সরকারের এবারের বাজেটেও এই বাবদ আমরা ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা প্রদান শুরু হল। আমি আমার সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাঁদের পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।আমি সবসময় বিশ্বাস করি, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা আমাদের শিশুদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য, প্রসূতিদের দেখভালের ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমি মনে করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাঁদের সেই পরিশ্রমেরই স্বীকৃতি। আশা করি, রাজ্য সরকারের এই পদক্ষেপ তাঁদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে।”
advertisement
প্রসঙ্গত কোভিড কালে তারা যেভাবে কাজ করেছিল, সেই কাজের প্রশংসা করেছিল রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার কিনতে পারবেন ভাল স্মার্টফোন! কত টাকা দিচ্ছে রাজ্য সরকার?
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement