সিনেমার কায়দায় স্ত্রীকে খুন! পুণেতে অভিযুক্তের স্বীকারোক্তিতে হতবাক পুলিশও!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পুণের একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করে তাঁর দেহ উনুনে পুড়িয়ে দেন।
পুণে: পুণের একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করে তাঁর দেহ উনুনে পুড়িয়ে দেন। এক মাস এই কাণ্ড ঘটানোর পর তিনি পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগও দায়ের করেন যাতে তদন্তকারীদের তদন্তের মোড় ঘুরে যায়।
এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর তারপরেই গোটা ঘটনা সামনে আসতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। জানা যায় বলিউড সিনেমার কায়দায় গোটা হত্যাকাণ্ডটিকে চাপা দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেন ওই ব্যক্তি। টেক্সট মেসেজ করে এক ব্যক্তির সঙ্গে মৃতার অবৈধ সম্পর্ক রয়েছে এমন প্রমাণও করেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত সমীর যাদব এবং তাঁর বছর ৩৮-এর স্ত্রী অঞ্জলী সমীর যাদব বেসরকারি স্কুল শিক্ষক ছিলেন। তাঁদের দুজনের বিয়ে হয়েছিল ২০১৭ সালে, অন্যদিকে সমীর অটোমোবাইল ডিপ্লোমা থাকায় গ্যারাজ চালাতেন।
advertisement
advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, ধরা পড়ার পরেই তাঁর এই পরিকল্পনার বিষয়টি সামনে আসে। ওই দম্পতির দুইজন ছেলেমেয়ে রয়েছে যারা তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতে পড়েন।
কী ছিল পরিকল্পনা
অক্টোবরের ২৬ তারিখ সমীর এবং তাঁর স্ত্রী প্রথমে একটি গুদামে যান। নতুন গুদাম দেখানোর নাম করে তিনি তাঁর স্ত্রীকে ভিতরে নিয়ে যাওয়ার পরেই তাঁর গলা টিপে খুন করে দেন। এর আগে নিজের বাড়িতে একটি উনুন তৈরি করে রেখেছিলেন তিনি। তাঁর স্ত্রীর দেহ এনে পুড়িয়ে দেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 8:29 PM IST

