Union Budget 2020: রেল নিয়ে বড় ঘোষণা হতে পারে বাজেটে

Last Updated:

অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকবে রেলের নিজস্ব বিনিয়োগ বৃদ্ধির উপরে ৷ পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: এবছরের বাজেটে রেলের জন্য বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর অনুযায়ী, বাজেটে রেলের জন্য বরাদ্দ ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে ৷ অন্যদিকে ক্যাপিটল এক্সপেন্ডিচরও ১৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া রেলের নিজের বিনিয়োগ বাড়ানোর জন্য একধিক পদক্ষেপ ঘোষণা হতে পারে ৷
অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকবে রেলের নিজস্ব বিনিয়োগ বৃদ্ধির উপরে ৷ পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে ৷ বিশেষ নজর দেওয়া হবে ইলেক্ট্রিফিকেশনের উপরে ৷ রেলের মূল লক্ষ্য হবে ১০০ শতাংশ ইলেক্ট্রিফিকেশন করা ৷
গত বছরের বাজেটে রেলকে ৬৫৮৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ৷ এবছর রেল অর্থমন্ত্রালয়ের কাছে ১ লক্ষ কোটি টাকার সহায়তার দাবি জানিয়েছে ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, রেলকে ৭৫০০০ কোটি টাকা থেকে ৮০০০০ কোটি টাকা সহায়তা দেওয়া হতে পারে ৷
advertisement
advertisement
এছাড়া স্টেশনগুলির আধুনিকরণের পাশাপাশি যাত্রীদের সুরক্ষার উপর নজর দেওয়া হবে ৷ এ এবং এওয়ান ক্যাটাগরির রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজের উপর নজর দেওয়া হবে ৷ ৫০টি স্টেশনের ক্ষেত্রে প্রাইভেট সংস্থার সঙ্গে মিলে ওয়ার্ল্ড ক্লাস সুবিধা দেওয়ার ঘোষণা করা হতে পারে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2020: রেল নিয়ে বড় ঘোষণা হতে পারে বাজেটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement