ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল
Last Updated:
#রায়পুর: সব জল্পনার অবসান ৷ ছত্তীসগড়ের মসনদে ভূপেশ বাঘেল ৷ ছত্তীসগড়ের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল ৷ ফলপ্রকাশের ৫ দিন পর নাম ঘোষণা করল কংগ্রেস ৷ সোমবার শপথ নেবেন ভূপেশ বাঘেল ৷
#ElectionWithNews18 #ElectionWithNews18CG #News18BattleOfChhattisgarh #रायपुर- .@Bhupesh_Baghel बने छत्तीसगढ़ के नए मुख्यमंत्री, भूपेश बघेल को मिली छत्तीसगढ़ की कमान @RahulGandhi @INCIndia @INCChhattisgarh .@MallikarjunINC,@plpunia, pic.twitter.com/QQbt9zWk79
— News18 Chhattisgarh (@News18CG) December 16, 2018
advertisement
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পাঁচদিন পেরিয়ে গিয়েছে ৷ ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রীর নির্বাচন নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ কংগ্রেস সভাপতির বাসভবনে দফায় দফায় চলে ম্যারথন বৈঠক ৷ অবশেষে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় কমলনাথকে এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গেহলটকে নির্বাচন করেন রাহুল ৷ কিন্তু ছত্তীসগড়ের ক্ষেত্রে সমস্যাটি ছিল অন্য ৷ ছত্তিশগড়ে বড় মুখ ছাড়াই যুদ্ধে নেমেছিল কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও বেগ পেতে হয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে ৷ মূল লড়াইটি ছিল চারজন রাজ্যস্তরের নেতার মধ্যে। এরা হলেন রাজ্যের প্রভাবশালী নেতা টিএস সিং দেও, তরণ দাস, তামরাদ্বাজ সাহু এবং বাঘেল। এদের মধ্যে বাঘেল প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। প্রসঙ্গত, তাঁর নেতৃত্বেই ছত্তীসগড়ে নির্বাচনে লড়েছিল কংগ্রেস।
advertisement
গত পাঁচদিন ধরে দফায় দফায় বৈঠকের পর অবশেষে মুখ্যমন্ত্রীর পদে নাম ঘোষণা করা হল বাঘেলের ৷ আগামী সোমবার গেহলট এবং কমলনাথের সঙ্গেই দিল্লিতে শপথ নেবেন বাঘেল ৷
মাও হামলার আশঙ্কায় গত ১২ এবং ২০ নভেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন হয় ছত্তীসগড়ে ৷ সেই নির্বাচনের ফল ঘোষণার দিন কার্যত মুখ থুবড়ে পড়ে গেরুয়া শিবির ৷ ৯০টি আসনের মধ্যে ছত্তীসগড় বিধানসভায় ৬৮টি আসন জিতে সরকার গড়ছে কংগ্রেস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2018 3:06 PM IST