BHIM App: কী করে ডাউনলোড করবেন নতুন এই অ্যাপ ?

Last Updated:

নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ৷
শুক্রবার মানুষকে ই-ট্রান্সেকশনে উৎসাহিত করার জন্য নতুন একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলেন মোদি ৷ নতুন মোবাইল অ্যাপটির নাম ‘ভীম’ (Bharat Interface for Money) ৷ এদিন নয়াদিল্লির নতুন এই অ্যাপটি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী ৷ মোদি বলেছেন, বাবাসাহেব আম্বেদকরের নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে লেনদেনের জন্য পুরস্কারের বন্দোবস্তও করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, এবার আঙুলের ছোঁয়ায় এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের কাজ সারা যাবে খুব সহজেই ৷
advertisement
এই অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ৷ UPI (Unified Payment Interface)-এর একটি অংশ হচ্ছে নতুন এই অ্যাপ ৷
advertisement
এই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন সবাই ৷ দেশের ৩২টি ব্যাঙ্ক যেগুলি UPI-এর অংশ সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে ৷ এই মাধ্যমে সেই ব্যক্তিকেও টাকা পাঠানো যাবে যার কাছে এই অ্যাপটি নেই বা সেই এমন ব্যাঙ্কের অ্যাকাউন্টে যা UPI-এর অংশ নয় ৷
advertisement
আপাতত অ্যাপটি ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাবে অ্যান্ড্রয়ড ফোনের জন্য ৷  iOS ফোনের জন্য খুব শীঘ্রই বাজারে আনা হবে নতুন এই অ্যাপ ৷
এই অ্যাপটি ডাউনলোড করার জন্য follow this link এই লিঙ্কে ক্লিক করুন ও গুগল প্লে থেকে ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নিন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BHIM App: কী করে ডাউনলোড করবেন নতুন এই অ্যাপ ?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement