বেঙ্গালুরু : কর্ণাটকের ভোটে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার কতটা প্রভাব পড়েছে? পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণের এই রাজ্যে যে ৫১টি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি তাঁর যাত্রায় অতিক্রম করেছিলেন তার মধ্যে ৩৬টি কেন্দ্রে জয়ী হয়েছে রাহুলের দল। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সেই যাত্রায় ১৪৫দিনে প্রায় চার হাজার কিলোমিটার পথ হেঁটেছিলেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ।
আর সেই যাত্রা কর্ণাটকে পৌঁছেছিল গত বছরের ৩০ সেপ্টেম্বর। অক্টোবরের ২২ পর্যন্ত কন্নড়ভূমে ওই পদযাত্রা রাজ্যের মোট ৭টি জেলার ৫১টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যায়। শনিবার ফল প্রকাশের পর দেখা যায় তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
গত বছর দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতির ভারত জোড়ো যাত্রা। দক্ষিণ থেকে উত্তর ভারতে কয়েকমাস ধরে নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পথযাত্রা করেন রাহুল গান্ধি। যাতে যোগ দিয়েছিলেন সমাজের নানা অংশের মানুষজনু।
বিরোধী পক্ষ বিশেষত পদ্ম শিবিরের কাছে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় রাহুল গান্ধির এই কর্মসূচি। রাজনৈতিক মহল মনে করছে, তারই ফল এবার প্রতিফলিত হয়েছে কর্ণাটকের নির্বাচনে। ভোটের প্রচারে একেবারেই রাজ্য ভিত্তিক আঞ্চলিক ইস্যুকে সামনে রেখে কংগ্রেস প্রচার চালালেও মল্লিকার্জুন খাড়গে থেকে সিদ্ধারামাইয়ারা মনে করছেন ভারত জোড়ো যাত্রাই ভোটের সমীকরণে যাবতীয় পার্থক্য গড়ে দিয়েছে।
হয়তো সেজন্যই শনিবার সকালে কর্ণাটকে ভোটের গনণায় শুরু থেকে কংগ্রেস এগোতে থাকায় রাহুলের ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে শোনা যাচ্ছে গানের সুরে বলা হচ্ছে, “আমি আত্মবিশ্বাসী, আমি অপ্রতিরোধ্য।” এদিকে কর্ণাটকের ফলাফল জানার পরে কংগ্রেস নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে লোকসভা ভোটের প্রাথমিক ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল কন্নড়ভূমের ভোটের ফলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharat Yodo Yatra, Karnataka Assembly Election 2023, Rahul Gandhi