'Swiggy থেকে খাবার দিতে এসে আমার শরীর চাইল ছেলেটি!' তারপর...
Last Updated:
#বেঙ্গালুরু: ফুড ডেভিভারি অ্যাপ Swiggy-তে খাবার অর্ডার দিয়ে ভয়ানক বিপদে পড়লেন এক মহিলা৷ খাবার ডেলিভারি দিতে আসা ডেভিভারি বয় মহিলার কাছে শরীর চাইল! মহিলা কী করবেন বুঝতে না পেরে, কোনওমতে খাবার ছেলেটির হাত থেকে ছিনিয়ে নেন৷ মুখের ওপরই বন্ধ করে দেন দরজা৷ এবং পরবর্তীকালে নিজের ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দেন৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে৷ পরবর্তীকালে Swiggy-র পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় ও মহিলাকে ২০০ টাকার কুপন দওয়া হয়৷
Swiggy অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ৷ যখন-তখন ঘরে বসেই খাবার পেতে এই অ্যাপের ওপর নির্ভর করেন বহু মানুষ৷ বিশেষ করে চাকুরীজীবীদের ক্ষেত্রে এই অ্যাপের উপকারিতা যথেষ্ট৷ কিন্তু এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আগে কখনও শোনা যায়নি৷ এবার যা হল বেঙ্গালুরুর এই মহিলার সঙ্গে৷ খাবার দিতে এসে তার সঙ্গে যৌনতার আবদার জানালো ডেলিভারি বয়!
advertisement
তিনি ফেসবুকে লিখছেন, 'এমন ঘটনায় আমি ঘাবড়ে গিয়েছি৷ ডেলিভারি দিতে আসা ছেলেটি যখন আমার শরীর দাবি করছে, আমি বুঝতেই পারছি না কী করব৷ ওই খাবার আমার একা খাওয়ার কোন ইচ্ছেই হচ্ছিল না, শুধু খাওয়া কেন, তাকাতেও ইচ্ছে করছিল না ওই খাবারের দিকে৷' এমনি জানিয়েছেন নির্যাতিতা৷
advertisement
advertisement
নিজের অভিযোগ জানানোর পর, Swiggy তাকে ‘sorry’ লিখে পাঠায়৷ ক্ষমা চাওয়া শুধু নয়, ২০০ টাকা তার অ্যাকাউন্টেও জমা দেয় এই ফুড ডেলিভারি অ্যাপ৷
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 01, 2019 4:57 PM IST







