Cricket World Cup 2023 : ভাগ্যবদল সুইগি ডেলিভারি এক্সিকিউটিভের! বিশ্বকাপের আগে তাঁর ডাক পড়ল নেদারল্যান্ডস ক্রিকেট দলের শিবিরে

Last Updated:

Cricket World Cup 2023 : অবাক করার মতো হলেও তারা কিন্তু পেয়েও গিয়েছে একজনকে। এবং ঘটনাচক্রে তিনি একজন সুইগি ডেলিভারি এক্সিকিউটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বকাপের আগে ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন দেশ। ক্রিকেটের মহাযুদ্ধের আগে নেদারল্যান্ডস এখন ক্যাম্প চালাচ্ছে বেঙ্গালুরুর আলুর শহরে। স্থানীয় নেট বোলারদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল নেদারল্যান্ডস দলের তরফে। অবাক করার মতো হলেও তারা কিন্তু পেয়েও গিয়েছে একজনকে। এবং ঘটনাচক্রে তিনি একজন সুইগি ডেলিভারি এক্সিকিউটিভ। চেন্নাইয়ের এই যুবক চার জন নেট বোলারের মধ্যে একজন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারদের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে নেদারল্যান্ডস।
চেন্নাইয়ের ২৯ বছর বয়সি ওই যুবক লোকেশ কুমার প্রথমে ছিলেন বাঁ হাতি পেসার। সেখান থেকে তিনি পরে স্পিন বোলার হন। বেঙ্গালুরুতে ক্যাম্প চলাকালীন তিনি ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসেবে নির্বাচিত হন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার কেরিয়ারে এটা মূল্যবান মুহূর্ত। টিএনসিএ থার্ড ডিভিশন লিগে আমার এখনও খেলা হয়নি।’’
advertisement
কী করে তিনি সুযোগ পেলেন? লোকেশের কথায়, ‘‘বিজ্ঞাপন দেখার পর আমার মনে হল একবার চেষ্টা করে দেখা যাক। আমার মনে হয় টেক্কা দিতে পেরেছি বাকিদের। কারণ এই মুহূর্তে দেশে কব্জি মুচড়ে স্পিন বোলিং করার লোক বেশি নেই। রহস্যময় স্পিনারের খোঁজ করছিল নেদারল্যান্ডস দল। আমি তাদের দাবি পূর্ণ করতে পেরেছি।’’
advertisement
advertisement
ইতিমধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জাতীয় গান ঠিক করেছে। গানের নাম ‘দিল জশন বোলে’। গানে দেখা গিয়েছে রণবীর সিং, ক্রিকেটার যজুবেন্দ্র চহ্বলের স্ত্রী ধনশ্রী বর্মা এবং স্পোর্টস প্রেজেন্টার যতীন সাপ্রুকে দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cricket World Cup 2023 : ভাগ্যবদল সুইগি ডেলিভারি এক্সিকিউটিভের! বিশ্বকাপের আগে তাঁর ডাক পড়ল নেদারল্যান্ডস ক্রিকেট দলের শিবিরে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement