RCB Stampede: পালাতে গিয়েও ধরা পড়ল RCB-র কর্তা! পদপিষ্ট কাণ্ডে গ্রেফতার ৪, খুঁজেই পাওয়া যাচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশনের কারওকে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এফআইআরের ভিত্তিতে, ভারতীয় ন্যয় সংহিতার বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত খুন, গুরুতর আঘাত, বেআইনি ভাবে সমাবেশ এবং তাড়াহুড়ো বা অবহেলার মাধ্যমে মানুষের জীবনকে বিপন্ন করার মতো ধারা।
বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হওয়ার ঘটনার পরে দু’দিন কেটে গিয়েছে৷ চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব যার জেরে অকালেই চলে গিয়েছে তরতাজা ১১টা প্রাণ৷ বেঙ্গালুরুর মর্মান্তিক ঘটনায় শেষমেশ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, ধৃত চারজনের মধ্যে রয়েছে, RCB-র ম্যানেজমেন্ট নিখিল সোসালে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি DNA-এর সুনীল ম্যাথিউ৷ RCB-র টপ মার্কেটিং অফিসার নিখিলকে যখন গ্রেফতার করা হয়, তখন তিনি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ধরতে যাচ্ছিলেন৷
বৃহস্পতিবার আরসিবি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) প্রশাসনের বিরুদ্ধে পদপিষ্ট হওয়ার ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা বর্তমানে পলাতক।
advertisement
advertisement
এফআইআরের ভিত্তিতে, ভারতীয় ন্যয় সংহিতার বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত খুন, গুরুতর আঘাত, বেআইনি ভাবে সমাবেশ এবং তাড়াহুড়ো বা অবহেলার মাধ্যমে মানুষের জীবনকে বিপন্ন করার মতো ধারা।
আরসিবি-র ভিক্ট্রি প্যারেডে শামিল হতে গত বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন মারা যান৷ মৃতদের প্রত্যেকরই বয়স ৪০ এর নীচে৷ সর্বকনিষ্ঠ মেয়েটি ১৩ বছরের।
advertisement
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সহ ৩ জন সিনিয়র পুলিশ কর্তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদপিষ্ট হওয়ার ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ এবং আরও তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
June 06, 2025 10:07 AM IST