Bengaluru Rain: বিপর্যস্ত বেঙ্গালুরু! এ বার বৃষ্টির জলের স্রোতে নালায় ভেসে যাওয়া যুবকের দেহ উদ্ধার ৫ কিমি দূরে

Last Updated:

Bengaluru Rain: এ বার ৩২ বছর বয়সি এক যুবক ভেসে গেলেন নালায়৷ মূলত বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল ওই চওড়া নালা

বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর (ফাইল ছবি)
বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর (ফাইল ছবি)
বেঙ্গালুরু : বিপর্যয় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর৷ এ বার ৩২ বছর বয়সি এক যুবক ভেসে গেলেন নালায়৷ মূলত বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল ওই চওড়া নালা৷ যেদিন জলপূর্ণ আন্ডারপাসে প্রাণ হারান ২২ বছরের তথ্যপ্রযুক্তি তরুণী, সেদিনই নিখোঁজ হয়ে যান এই যুবক৷ পুলিশের ধারণা, লোকেশ নামের ওই যুবক ঝুঁকে পড়ে নালায় জলের গভীরতা মাপার চেষ্টা করছিলেন৷ সে সময়ই অসবাধানতায় পড়ে যান৷ কিন্তু এই দাবি অস্বীকার করেছে তার বাড়ির লোক৷ তাঁদের দাবি, পা হড়কে নালায় পড়ে যাওয়ার পর ভেসে যান লোকেশ৷
প্রসঙ্গত পুলিশের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কেম্পাপুরা অগ্রাহারা এলাকায় ওই নালায় পড়ে যান লোকেশ৷ তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে দুর্ঘটনাস্থ থেকে ৫ কিমি দূরে মাইসুরু রোডে বাইতারাইয়ানাপুরা এলাকা থেকে৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে কেমপাপুরা থানায়৷
advertisement
লোকেশের মতো ভানুরেখার জীবনও কেড়ে নিয়েছে বেঙ্গালুরুর ভারী বর্ষণ৷ ২২ বছর বয়সি ভানুরেখা কিছু দিন আগেই যোগ দিয়েছিলেন চাকরিতে৷ আন্ডারপাসের নীচে জমা জলে গাড়ি আটকে যাওয়ায় প্রাণ হারান এই তথ্যপ্রযুক্তি কর্মী৷ রবিবার পরিবারের আরও ৫ সদস্যের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি৷ কিন্তু, কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টি৷ ভারী বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক রাস্তায় জল জমে যায়৷ বিধান সৌধের কাছে থাকা কে আর সার্কেল আন্ডারপাসও ছিল জলমগ্ন৷ সেখানেই আটকে যায় ভানুরেখার গাড়ি৷ ধীরে ধীরে গলা পর্যন্ত উঠে আসে বৃষ্টির নোংরা জমা জল৷
advertisement
আরও পড়ুন :  দুর্ঘটনার পর শূন্য থেকে শুরু, মাউন্ট এভারেস্ট জয়ের পর হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন পর্বতারোহী
আশপাশের লোকজন দুর্ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় প্রশাসনকে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অন্য আপদকালীন বাহিনীর দল৷ দড়ি দিয়ে বেঁধে, টেনে, জল ঠেলে আন্ডারপাসের নীচ থেকে বের করে নিয়ে আসা হয় ভানুদের গাড়িটিকে৷ দ্রুত ভানু সহ তাঁর পরিবারের ৫ জনকে সেন্ট মার্থা হাসপাতালেও ভর্তি করানো হয়৷ কিন্তু, ভানুরেখাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Rain: বিপর্যস্ত বেঙ্গালুরু! এ বার বৃষ্টির জলের স্রোতে নালায় ভেসে যাওয়া যুবকের দেহ উদ্ধার ৫ কিমি দূরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement