Bengaluru engineer letter to son: 'তোমার মুখটাই ভুলতে বসেছি, একদিন সব বুঝতে পারবে!' মৃত্যুর আগে ৪ বছরের ছেলেকে লেখেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার

Last Updated:

সোমবার সকালে বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে অতুল সুভাষ নামে ৩৪ বছরের ওই ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ অতুলের অভিযোগ, তাঁর স্ত্রী একের পর এক মিথ্যে মামলা করে তাঁর থেকে টাকা আদায় করছিলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেঙ্গালুরু: ২৪ পাতার চিঠিতে নিজের স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বেঙ্গালুরুর ৩৪ বছর বয়সি ইঞ্জিনিয়ার অতুল সুভাষ৷ তরুণ ইঞ্জিনিয়ারের এই মর্মান্তিক পরিণতির পর দেশ জুড়ে বাড়ছে ক্ষোভ৷ মৃত্যুর আগে লেখা চব্বিশ পাতার চিঠিতে স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার পাশাপাশি একটি পাতায় নিজের চার বছরের সন্তানের উদ্দেশে বেশ কিছু কথা লিখেছেন অতুল সুভাষ৷ তাঁর অভিযোগ, ২০২১ সালের পর থেকে নিজের সন্তানের সঙ্গে আর তাঁকে দেখা করতে দেননি তাঁর স্ত্রী৷ একই সঙ্গে সন্তানের উদ্দেশে তিনি লিখেছেন, ‘একদিন তুমি ঠিক সবকিছু বুঝতে পারবে৷’
৩৪ বছরের ওই যুবক চিঠিতে তাঁর চার বছরের সন্তানের উদ্দেশে লিখেছেন, ‘বাবু, যখন আমি তোমায় প্রথম বার দেখলাম, মনে হয়েছিল তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি৷ কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাকে তোমার জন্যই প্রাণ দিতে হচ্ছে৷ তোমার মুখটা কেমন, ছবি না দেখলে এখন আমার ঠিক মতো মনেও পড়ে না৷ সেই ছবিগুলিও তোমার এক বছর বয়সে তোলা৷ এক এক সময় বুকে মোচড় দেওয়া যন্ত্রণা ছাড়া আর কিছুই আমার সেভাবে মনে পড়ে না৷ এখন তোমাকে ব্যবহার করেই আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে৷ যাতে যত বেশি সম্ভব টাকা আমার থেকে নিংড়ে নেওয়া যায়৷ শুনলে হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু এখন আমার মনে হয় তোমাকে পৃথিবীতে আনাই আমার ভুল সিদ্ধান্ত ছিল৷’
advertisement
advertisement
অতুল অভিযোগ করেছেন, আদালতে তাঁর এবং তাঁর স্ত্রীর রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৮০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু তাঁর স্ত্রীর দাবি ছিল, সেই দাবির পরিমাণ বাড়িয়ে ২ লক্ষ করতে হবে৷ অতুল লিখেছেন, এটা লজ্জার যে এমন একটা সিস্টেমে আমরা বাস করছি যে একজন বাবার কাছে তাঁর সন্তানকে বোঝা মনে হয়৷ সন্তানের থেকে বিচ্ছিন্ন এমন অনেক বাবার সঙ্গে আমার দেখা হয়েছে, যাঁরা একই কথা বলেন৷ অতুলের ভাই বিকাশ অভিযোগ করেছেন, একবার তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য অতুলের থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁর স্ত্রী৷
advertisement
সন্তানের উদ্দেশে অতুল লিখেছেন, ‘যতদিন আমি জীবিত থাকব এবং আমার কাছে টাকা থাকবে, তোমাকে আমার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে৷ তোমার বাবা, কাকু, দাদু সবাইকে টাকা চেয়ে হয়রান করা হবে৷ আমার বাবা, মা, ভাইকে আমি এ রকম অকারণ হয়রানির মুখে ঠেলে দিতে পারি না৷ এমন কি, তোমার জন্যও নয়৷ আমার বাবার জন্য আমি তোমার মতো একশো সন্তানকে ত্যাগ করতে পারি৷ আবার তোমার জন্যই আমি ১০০০ বার নিজের বলিদান দিতে পারি৷ কিন্তু কোনও কারণেই নিজের বাবার হয়রানির কারণ আমি হব না৷’
advertisement
তাঁর সন্তান কোনওদিন বাবার মর্ম বুঝবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অতুল৷ তিনি লিখেছেন, ‘আমি জানি বাবার মূল্য কতটা৷ বাবাকে পাওয়াটা ভাগ্যের৷ তিনিই আমার গর্বের কারণ৷ বাবা-ছেলের সম্পর্ক শব্দে লিখে বোঝানো সম্ভব নয়, হয়তো কোনওদিন বলেও বোঝান অসম্ভব৷ কিন্তু এসব এখন বোঝান অর্থহীন৷ তুমি আমার সম্পর্কে জানবে না৷ যদি আমি তোমার সঙ্গে থাকতে পারতাম…৷’
advertisement
ছেলের প্রতি অতুলের পরামর্শ, ‘এই সমাজকে বিশ্বাস করো না৷ এই সিস্টেমকে বিশ্বাস করো না৷ কারণ এরা তোমাকে নিংড়ে নেবে৷ যদি তোমার শরীরে আমার রক্ত থাকে, তাহলে তুমি বড় হবে, ভালবাসতে এবং লড়াই করতে শিখবে৷ সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করবে এবং সব প্রতিবন্ধকতাকে ধ্বংস করতে শিখবে৷’
সোমবার সকালে বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে অতুল সুভাষ নামে ৩৪ বছরের ওই ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ অতুলের অভিযোগ, তাঁর স্ত্রী একের পর এক মিথ্যে মামলা করে তাঁর থেকে টাকা আদায় করছিলেন৷ অতুল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পণের জন্য অত্যাচার, খুন, অপ্রকৃতিস্থ যৌনাচারের মতো গুরুতর অভিযোগে মামলা করেন অতুলের স্ত্রী৷ দিনের পর দিন তাঁকে বেঙ্গালুরু থেকে উত্তর প্রদেশের জৌনপুরের আদালতে ছুটতে হয়েছে৷ এমন কি, সেই আদালতের বিচারকও ঘুষ না দেওয়ায় মামলা ঝুলিয়ে রেখে তাঁকে হয়রান করেছেন বলে অভিযোগ করে গিয়েছেন অতুল৷ তিনি অভিযোগ করেছেন, আইনের অপব্যবহার করে এ দেশে পুরুষদের হত্যালীলা চলছে৷ অতুল লিখে গিয়েছেন, ‘বিচার পেলাম না৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru engineer letter to son: 'তোমার মুখটাই ভুলতে বসেছি, একদিন সব বুঝতে পারবে!' মৃত্যুর আগে ৪ বছরের ছেলেকে লেখেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement