Bengaluru Old Couple: রান্না নিয়ে পুত্রবধূর সঙ্গে নিত্য অশান্তি, বৃদ্ধাশ্রমে রেখে গেল ছেলে!চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর দম্পতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই প্রথম নয়, ২০২১ সালেও একবার বিজয় তাঁর বাবা-মাকে বেঙ্গালুরুর অন্য একটি বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন৷
বাড়িতে পুত্রবধূর সঙ্গে নিত্য অশান্তি৷ সংসারে শান্তি ফেরাতে তাই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন ছেলে৷ কিন্তু বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটানোর হতাশা মন থেকে মেনে নিতে পারলেন না প্রবীণ দম্পতি৷ শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আসার এক মাসের কাটতে না কাটতেই একসঙ্গে আত্মঘাতী হলেন তাঁরা৷
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর জে পি নগর এলাকায়৷ মৃত ওই দম্পতির নাম কৃষ্ণমূর্তি (৮১) এবং তাঁর স্ত্রী রাধা (৭৪)৷ ওই দম্পতির ছেলে বিজয় স্বীকার করেছেন, গত ১৫ মে তিনি তাঁর বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে যান৷ ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রান্না নিয়ে পুত্রবধূর সঙ্গে নিয়মিত অশান্তি হত ওই দম্পতির৷ পুত্রবধূর রান্নার ধরন পছন্দ ছিল না তাঁদের৷ সেই অশান্তি থামাতেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন বৃদ্ধের ছেলে৷
advertisement
তবে এই প্রথম নয়, ২০২১ সালেও একবার বিজয় তাঁর বাবা-মাকে বেঙ্গালুরুর অন্য একটি বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন৷ কিন্তু ২০২৩ সালে বাবা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান তিনি৷ তার পরেও বাড়িতে অশান্তি বন্ধ হয়নি৷ এবার মাসিক ৭৫০০ টাকার বিনিময়ে বাবা-মাকে জে পি নগরের ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেন বিজয়৷
advertisement
ওই বৃদ্ধাশ্রমের সুপারভাইজার জানিয়েছেন, প্রবীণ ওই দম্পতির মধ্যে তাঁরা কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি৷ সোমবার বিকেলও টিভিতে স্ত্রীর পছন্দের সিরিয়াল চলবে না কি তাঁর পছন্দের ভক্তিমূলক গান চলবে, তা নিয়ে রাধার সঙ্গে কথা কাটাকাটি হয় কৃষ্ণমূর্তির৷ এর পর ওই দম্পতি নিজেদের ঘরে চলে যান৷
advertisement
মঙ্গলবার সকালে ওই দম্পতি দরজা না খোলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন হোটেলের কর্মীরা৷ তখনই দরজা ভেঙে ভিতরে ঢুকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷
বৃদ্ধাশ্রমের কর্মীদের মতে, টিভি দেখা নিয়ে বিবাদ তাৎক্ষণিক কারণ হলেও দীর্ঘদিন ধরে মনে জমে থাকা অভিমান এবং পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা থেকেই হয়তো এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই প্রবীণ দম্পতি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 7:58 PM IST