Electoral bond case- Nirmala Sitharaman: নির্বাচনী বন্ড দিয়ে টাকা আদায়ের অভিযোগ! অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
FIR Against Nirmala Sitharaman: নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় এবার বিপাকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক আদালত।
বেঙ্গালুরু: নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় এবার বিপাকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক আদালত।
জনাধিকার সংঘর্ষ সংগঠনের পক্ষ থেকে আদর্শ আয়ার নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে নির্মলা সীতারমন এবং তাঁর ডিপার্টমেন্ট ইলেক্টোরাল বন্ডের নামে টাকা তুলেছে। সব নথিপত্র খতিয়ে দেখে বেঙ্গালুরুর বিশেষ আদালত তিলকনগর থানাকে দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়।
advertisement
advertisement
অভিযোগকারী ব্যক্তি আদর্শ আয়ার এই প্রসঙ্গে নিউজ১৮ কে বলেন, “আমাদের অভিযোগ হল নির্মলা সীতারমন অর্থমন্ত্রী হিসাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাঁর দলকে বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন”। সেই সঙ্গে ইলেক্টোরাল বন্ডকে দুর্নীতি বলেও দাবি করেন। স্টেট ব্যাঙ্কের তথ্যেই পরিস্কার যে নির্বাচনী বন্ডে ব্যাপক তোলাবাজি হয়েছে।
advertisement
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। যারা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনও দলকে অনুদান দিচ্ছেন তাঁদের পরিচয় গোপনে রেখেই এই বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিতে পারত রাজনৈতিক দলগুলি, এর ফলে রাজনীতিতে বাণিজ্যিক সংস্থাগুলির প্রভাব সম্পর্কেও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। সীতারমনের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী বলেছেন, “নির্বাচনী বন্ডের টাকা যদি তাঁর ব্যক্তিগত একাউন্টে না যায়, তাহলে তিনি কেন পদত্যাগ করবেন? আদালত শুধু এফআইআর দায়ের করতে বলেছে, এর মানেই যে তিনি দোষী তা কিন্তু নয়”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 5:54 PM IST