একই ভিডিওয়ে গুরু-শিষ্য! নচিকেতার সুপারহিট গান সবুজের ফিকে রং এবার স্মার্তের গলায়, শুনুন
Last Updated:
বড় চমক হল এই গানের ভিডিওয়ে একসঙ্গে দেখা নচিকেতা ও তাঁর ভক্ত স্মার্তকে
#কলকাতা: একেই বলে স্বপ্নপূরণ৷ গুরুর গান ভক্তের গলায়৷ নচিকেতার সুপারহিট গান এবার স্মার্ত মজুমদারের গলায়৷ তবে তার থেকেও বড় চমক হল এই গানের ভিডিওয়ে একসঙ্গে দেখা যাবে নচিকেতা ও তাঁর ভক্ত স্মার্তকে৷ নিজের অ্যালবাম সমান্তরাল-এ একসঙ্গে কাজ করেছেন নচিকেতা ও স্মার্ত৷
'চিরকালই নচিদা আমার অনুপ্ররণা ছিলেন৷ ওঁর গান শুনে বড় হয়েছি৷ সব গানই তো একসে বড় কর এক হিট! যে মানুষটিকে এতটা পছন্দ করি, তাঁর আশীর্বাদ ধন্য হয়ে তারই গান গাইছি, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে?' স্পষ্ট উচ্ছ্বাস ধরা পড়েছে স্মার্তর গলায়৷ বাংলা গানের জগতে স্মার্ত বেশ পরিচিত মুখ৷ গান তাঁর নেশা৷ পেশায় এক আন্তর্জাতিক সংস্থার আধিকারিক স্মার্তের অবসর সময় কাটে গানের চর্চা করেই৷ ছোট থেকেই গানের তালিম নিতেন তিনি৷ গান শুনে, গান গাওয়ার অভ্যাস ছেলেবেলা থেকে৷ রফি, কিশোর, হেমন্ত পরবর্তীকালে সোনু নিগম, কুমার শানু সকলেই তাঁর মনে দাগ কেটে গিয়েছেন৷ কিন্তু নচিকেতা যেন একটু বেশিই স্পেশাল স্মার্তর কাছে৷
advertisement
advertisement
'বড় হওয়ার সময় নচিদার গান ছিল প্রধান অবলম্বন৷ বারবার শুনেছি, গেয়েছি৷ এবার তারই গান আমি গাইলাম৷ আমি খুব খুশি', জানিয়েছেন স্মার্ত৷ সবুজের ফিকে রং গানটি মুক্তি পাচ্ছে ফোর্থ মেলেডি ভিজুয়াল্সের থেকে৷ নচিকেতার 'সবুজের ফিকে রং' গানটি গাওয়া নিঃসন্দেহে স্মার্তের জীবনে এক বড় অ্যাচিভমেন্ট৷ ভিডিও অ্যালবমে গুরু নচিকেতা ও ভক্ত স্মার্তের উপস্থিতি নজর কাড়বে, এমনটা মনে করছে গায়ক নিজে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2019 8:45 PM IST