নতুন চাকরিতে যোগ দেওয়া হল না, মুম্বাইয়ে বাঙালি বিমানসেবিকার মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই দুর্ঘটনার পর নিহত বিমানসেবিকার বন্ধু ২৭ বছর বয়সি এক মার্চেন্ট নেভির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷
মুম্বাই: মুম্বাইয়ের জুহুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাঙালি এক তরুণী বিমানসেবিকার৷ নিহতের নাম পল্লবী ভট্টাচার্য৷ গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে৷
এই দুর্ঘটনার পর নিহত বিমানসেবিকার বন্ধু ২৭ বছর বয়সি এক মার্চেন্ট নেভির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ দুর্ঘটনার সময় নিজের বন্ধু অধভার্যু ভান্ডেকারের পাশে বসেছিলেন পল্লবী৷ ওই যুবক ছাড়াও গাড়ির পিছনের আসনে থাকা আরও এক যুবক এবং যুবতী এই দুর্ঘটনায় আহত হন৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চার জন মদ্যপ ছিলেন, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, পল্লবীর বন্ধু অধভর্যু ভান্ডেকারই গাড়িটি চালাচ্ছিলেন৷ তাঁর বিরুদ্ধে বিপজ্জনক ভাবে গাড়ি চালানো, অবহেলার কারণে মৃত্যু সহ চারটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
advertisement
ঘটনার দিন রাতে একটি পার্টি থেকে ফিরছিলেন চারজন৷ গাড়ির সামনের চালকের আসনের পাশে বসেছিলেন পল্লবী৷ গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি৷ একটি সরু রাস্তায় স্পিড ব্রেকার থাকলেও তা খেয়াল করেননি গাড়ির চালক অধভর্যু৷ গতি বেশি থাকায় কার্যত শূন্যে উড়ে যায় গাড়িটি৷ এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাম্পারে গিয়ে ধাক্কা মারে সেটি৷ জুহু পুলিশ স্টেশনের কাছেই দুর্ঘটনা ঘটে৷
advertisement
ঘটনার খবর পেয়ে মুম্বাই পৌঁছন পল্লবীর বাবা-মা৷ নতুন চাকরি পেয়ে দিল্লি চলে যাওয়ার কথা ছিল পল্লবীর৷ অধভর্যুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা-মা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 10:51 AM IST