#কলকাতা: মনামী ঘোষ, বেড়াতে ভালবাসেন তিনি৷ কাজের ফাঁকেফাঁকেই তিনি বেড়িয়ে পড়েন বিভিন্ন জায়গায়৷ কখনও দেশে বা কখনও বিদেশে৷ কিন্তু ছুটি মানেই তার কাছে কলকাতার বাইরে বেড়িয়ে পড়া৷ এবার পুজোতেও অন্যথা হল না৷ অষ্টমী কাটিয়েই তিনি ছাড়লেন কলকাতা৷ পৌঁছে গেলেন ভিয়েতনাম৷ সেখানেই সাপা শহর থেকে একের পর এক ছবি পোস্ট করলেন তিনি৷
তেমনই এক ছবিতে মনামীর এক গুনমুগ্ধ ভক্ত প্রশংসায় ভরিয়ে দিলেন। লিখলেন যে তিনি দারুণ সুন্দরী, ভীষণ হট!আরও পড়ুন স্বামীর সঙ্গে সুখের সময় কাটিয়ে মন ফুরফুরে সোনমের, ছবি ও ভিডিও করলেন পোস্ট
কখনও হোটেলের স্যুইমিং পুলের পাশে মোনোকিনিতে রদ্দুর-স্নান তো কখনও স্থানীয় শিশুদের কাছে টেনে নিলেন তিনি৷ খুবই সুন্দর সেজে একের পর এক ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। তাই নিয়ে সরগরম সোশ্যাল সাইট। স্থানীয় খাবারও চেখে দেখলেন নায়িকা৷ এভাবে নতুন শহরে বেড়াতে গিয়ে রিল্যাক্স করতে দেখা গেল ব্যস্ত অভিনেত্রীকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Monami Ghosh, Vietnam, মনামী ঘোষ