ভাবতেই পারবেন না ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট ছাপতে খরচ কত !

Last Updated:

জানেন কি এই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত টাকা গুণতে হচ্ছে কেন্দ্রকে ?

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে সবার মনে একটাই প্রশ্ন ছিল, কবে নতুন নোট আসবে বাজারে? নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ইতিমধ্যেই দেশবাসীর মানিব্যাগে জায়গা করে নিলেও এখনও শেষ হয়নি নগদ সঙ্কট ৷ এখনও ছাপতে হবে আরও নতুন টাকা ৷ কিন্তু জানেন কি এই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত টাকা গুণতে হচ্ছে কেন্দ্রকে ?
৫০০ ও ২০০০ টাকা মূল্যর নতুন নোট ৷ একজনের গোলাপি রঙ মুগ্ধ করেছে তো অপর নোটটিকে দেখলে একঝলকে ডলার বলে ভুল হতে বাধ্য ৷ দেশবাসী যখন নগদের সন্ধানে ব্যাঙ্ক ও এটিএম-এ লাইন দিতে ব্যস্ত, তখন চন্দ্রশেখর গৌড় নামে এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে রিজার্ভ ব্যাঙ্কের থেকে জানতে চায় নতুন নোট ছাপাতে কত টাকা খরচ হল ৷
advertisement
সেই প্রশ্নের জবাবেই সামনে এল এমন তথ্য যা আপনি বিশ্বাসই করতে পারবেন না ৷ নতুন নোট ছাপার দায়িত্ব পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা BRBNMPL অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ৷ তারাই জানালেন নোট ছাপার জন্য খরচ হওয়া টাকার অঙ্ক ৷
advertisement
BRBNMPL-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী, নতুন ৫০০ টাকার প্রতি নোট ছাপাতে খরচ পড়েছে ৩.০৯ টাকা এবং ২০০০ টাকার একটি নোট ছাপতে খরচ হয়েছে ৩.৫৪ টাকা ৷ একইসঙ্গে তারা এও জানিয়েছে, একহাজার ৫০০ টাকার নোট ছাপতে মোট খরচ ৩০৯০ টাকা আর ২০০০ টাকার হাজারটা নোট ছাপতে মোট খরচ হয়েছে ৩৫৪০ টাকা।
advertisement
৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লাখ কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাবতেই পারবেন না ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট ছাপতে খরচ কত !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement