ভাবতেই পারবেন না ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট ছাপতে খরচ কত !

Last Updated:

জানেন কি এই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত টাকা গুণতে হচ্ছে কেন্দ্রকে ?

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে সবার মনে একটাই প্রশ্ন ছিল, কবে নতুন নোট আসবে বাজারে? নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ইতিমধ্যেই দেশবাসীর মানিব্যাগে জায়গা করে নিলেও এখনও শেষ হয়নি নগদ সঙ্কট ৷ এখনও ছাপতে হবে আরও নতুন টাকা ৷ কিন্তু জানেন কি এই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত টাকা গুণতে হচ্ছে কেন্দ্রকে ?
৫০০ ও ২০০০ টাকা মূল্যর নতুন নোট ৷ একজনের গোলাপি রঙ মুগ্ধ করেছে তো অপর নোটটিকে দেখলে একঝলকে ডলার বলে ভুল হতে বাধ্য ৷ দেশবাসী যখন নগদের সন্ধানে ব্যাঙ্ক ও এটিএম-এ লাইন দিতে ব্যস্ত, তখন চন্দ্রশেখর গৌড় নামে এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে রিজার্ভ ব্যাঙ্কের থেকে জানতে চায় নতুন নোট ছাপাতে কত টাকা খরচ হল ৷
advertisement
সেই প্রশ্নের জবাবেই সামনে এল এমন তথ্য যা আপনি বিশ্বাসই করতে পারবেন না ৷ নতুন নোট ছাপার দায়িত্ব পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা BRBNMPL অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ৷ তারাই জানালেন নোট ছাপার জন্য খরচ হওয়া টাকার অঙ্ক ৷
advertisement
BRBNMPL-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী, নতুন ৫০০ টাকার প্রতি নোট ছাপাতে খরচ পড়েছে ৩.০৯ টাকা এবং ২০০০ টাকার একটি নোট ছাপতে খরচ হয়েছে ৩.৫৪ টাকা ৷ একইসঙ্গে তারা এও জানিয়েছে, একহাজার ৫০০ টাকার নোট ছাপতে মোট খরচ ৩০৯০ টাকা আর ২০০০ টাকার হাজারটা নোট ছাপতে মোট খরচ হয়েছে ৩৫৪০ টাকা।
advertisement
৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লাখ কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভাবতেই পারবেন না ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট ছাপতে খরচ কত !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement