Jammu and Kashmir: নির্বাচনের মুখে কাশ্মীরে দুর্ঘটনা! খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
চার মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, দয়ানন্দ, রাম আজাদিয়া সিং, সুখবাসী লাল। সংবাদসংস্থা সূত্রে খবর, আহত জওয়ানদের অবস্থা অত্যন্ত গুরুতর বলেই জানানো হয়েছে সেনার পক্ষ থেকে।
জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই বাস গিরিখাতে পড়ে মারা গেলেন চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান। শুক্রবার, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
Budgam, J&K: A major accident occurred in Budgam, where a bus carrying BSF personnel plunged into a deep gorge. Rescue operations are currently underway, and medical teams have been dispatched to provide urgent care to the injured. Authorities are investigating the cause of the… pic.twitter.com/4A4Cyj3UFI
— IANS (@ians_india) September 20, 2024
advertisement
advertisement
সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি বাসটি গিরিখাতে গিয়ে পড়ে। আগামী ২৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু, ঠিক তার আগেই এই ঘটনায় এলাকায় রীতিমত শোকের ছায়া।
advertisement
চার মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, দয়ানন্দ, রাম আজাদিয়া সিং, সুখবাসী লাল। সংবাদসংস্থা সূত্রে খবর, আহত জওয়ানদের অবস্থা অত্যন্ত গুরুতর বলেই জানানো হয়েছে সেনার পক্ষ থেকে। এই ঘটনায় একজন ড্রাইভারও এই ঘটনায় আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 12:32 PM IST