#নয়াদিল্লি: অভিনেতা হয়ে মুখ বুজে অভিনয়টা করা উচিত, অন্য ব্যাপারে নাক গলালে ‘পরিণাম’ ভোগ করার জন্য প্রস্তুত থাকার কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ৷ অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্য ফের একবার বিজেপি সভানেত্রীর তোপের মুখে শাহরুখ, আমিরসহ বলিউডের বেশ কিছু তারকা ৷ একটি বেসরকারি চ্যানেলের টিভি অনুষ্ঠানে এসে উমা ভারতী বলেন, অভিনেতারা রাজনীতি নিয়ে নিজেদের মতামত জানালে তাদের তো প্রতিক্রিয়ার জন্যেও প্রস্তুত থাকতে হবে ৷
এদিনের অনুষ্ঠানে উমা ভারতী বলেন, ‘আমির, শাহরুখ, সইফ সহ আরও চার-পাঁচজন বলিউড তারকা রয়েছেন।তাঁদের সম্পর্কে আমি একটা কথা বলব। তাঁরা যদি অভিনেতাই থাকতে চান, তাহলে প্রত্যেকেই তাঁদের পছন্দ করবে, যে কোনও রাজনৈতিক মতাদর্শের অনুরাগীরাই তাঁদের পছন্দ করবেন। কিন্তু আপনারা যখন রাজনীতির মোড়কে মতাদর্শগত বিবৃতি দেবেন, তখন প্রতিক্রিয়ার জন্য তৈরি থাকতে হবে। তখন যেন বলবেন না, আমাদের কথা বলার অধিকার রয়েছে। সেক্ষেত্রে অন্যপক্ষও তো বলবে, তাদেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে’।
গত বছরের শেষের দিক থেকে অসহিষ্ণুতা বিষয়ে উত্তাল গোটা ভারত ৷ বিতর্কের আঁচ থেকে দূরে থাকতে পারেনি ৷ বলিউডও দেশের অশান্ত পরিবেশ নিয়ে মন্তব্য করায় কড়া সমালোচনার মুখে পড়েন শাহরুখ থেকে আমির ৷ বিজেপির বিভিন্ন নেতারা দেশদ্রোহী বলে আক্রমণ শানান তাদের বিরুদ্ধে ৷ ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হবে এই হুঁশিয়ারি দেন উমা ভারতী ৷ তার মতে অভিনেতাদের উচিত মুখ বুজে অভিনয় করা, না হলে উচিত অ্যাঞ্জোলিনা জোলির মতো সামাজিক কাজ করা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Bollywood Actors, Intolerance, Shahrukh Khan, Uma Bharti