গুটখা, পানমশলা কেনাবেচা, মজুত করায় ফের নিষেধাজ্ঞা জারি করল এই রাজ্য
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আরও এক বছরের জন্য গুটখা, পানমশলা জাতীয় নেশার দ্রব্যের কেনাবেচা ও মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি রাখা হল ।
#নয়াদিল্লি: করোনার কঠিন সময়ের সঙ্গে লড়ছে দেশ । দেশের রাজধানী দিল্লির অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক । তারই মধ্যে বৃহস্পতিবার রাতে রাজ্যের মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে গুটখা, পানমশালার বিক্রির উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল দিল্লি সরকার । আরও এক বছরের জন্য গুটখা, পানমশলা জাতীয় নেশার দ্রব্যের কেনাবেচা ও মজুত করার উপর নিষেধাজ্ঞা বজায় রাখা হল । তবে সিগারেটে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ।
খাদ্য সুরক্ষা কমিশনার ডিএন সিং বৃহস্পতিবার রাতে এই নির্দেশিকা জারি করেছেন । রং, গন্ধ মেশানো যে কোনও ধরণের তামাকজাত নেশারদ্রব্য রাজধানীতে গত ৪ বছর ধরেই নিষিদ্ধ । ফের আরও এক বছরের জন্য ওই সমস্ত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হল ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2020 10:49 AM IST