#নয়াদিল্লি: বালাকোটে জইশ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে বিরোধীদের তোপের মুখে কেন্দ্র । এবার এই নিয়ে কেন্দ্রীয় শাসকদলকে কটাক্ষ করলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা । লোকসভা ভোট মাথায় রেখেই এই হামলা চালানো হয়েছে ।
তিনি জানিয়েছেন,শুধুমাত্র নির্বাচনে জেতার জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে...আর এই কাজের জন্য কোটি টাকার এয়ারক্রাফট নষ্ট হয়েছে । তবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নিরাপদে পাকিস্তান থেকে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি ।
তাঁর মতে বিজেপি সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ একটি সরকার ও সেই কারণে এই কাশ্মীরের মাটিতে ভারত বনাম পাক নিয়ে এক দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাতে উনি মানুষের কাছে এক ধরনের 'অবতার' হয়ে উঠতে পারেন যাকে ছাড়া ভারত অচল, নাম না করে মোদিকে বিঁধেছেন আবদুল্লা। আমি বেঁচে না থাকলেও ভারত বেঁচে থাকবে ও অগ্রগতির পথে এগিয়ে যাবে, মোদিকে বার্তা আবদুল্লার।
জইশ ঘাঁটিতে এয়ারস্ট্রাইক নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এয়ারস্ট্রাইক প্রসঙ্গে বিরোধীদেরকে আক্রমণ করা নিয়ে শুরু থেকে বিজেপির সমালোচনা করেছেন কাশ্মীরের নেতারা ।
গতকালই, সীমান্তে উত্তেজনার কারণে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balakot Air Strike, Farooq Abdullah, Lok Sabha elections 2019, ফারুক আবদুল্লা