Bajrang Punia Slams Delhi Police: দিল্লি পুলিশকে তীব্র কটাক্ষ করলেন বজরং পুনিয়া, লড়াই থামছে না, জানিয়ে দিলেন তিনি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Bajrang Punia Slams Delhi Police: রবিবার এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন বিস্তর গোলমাল শুরু হয়৷ অসংখ্য প্রতিবাদীকে আটক করে দিল্লি পুলিশ৷
নয়াদিল্লি: দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন অলিম্পিকের কুস্তিগীর বজরং পুনিয়া৷ নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নেমেছিলেন ভারতের কুস্তিগীরেরা৷ সেই কর্মসূচি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে রাজধানীতে৷ রবিবার এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য গ্রেফতার করা হয় ৭০০ জনকে, জন্তর-মন্তরের চারপাশ থেকে গ্রেফতার করা হয় ১০৯ জনকে৷
এ ছাড়াও সাক্ষী মালিক, পুনি ও ভিনেশ ফোগতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়৷ আর তা নিয়েই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন বজরং পুনিয়া৷ তিনি বললেন, মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কুস্তিগীরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ভাবল না দিল্লির পুলিশ, এ দিকে অভিযুক্ত ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নিতে দিল্লি পুলিশের সাত দিন লেগে গেল৷ পাশাপাশি তিনি বললেন, যৌন নিগ্রহে অভিযুক্ত একজনকে নতুন সংসদ ভবনের উদ্বোধনে নিয়ে আসা হল, এর থেকে অন্যায়ের কিছু হতে পারে৷
advertisement
advertisement
রবিবার এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন বিস্তর গোলমাল শুরু হয়৷ অসংখ্য প্রতিবাদীকে আটক করে দিল্লি পুলিশ৷ পরে অবশ্য সকলকেই ছেড়ে দেওয়া হয়৷ ছেড়ে দেওয়ার পর পুনিয়াকে যখন জিজ্ঞাসা করা হয়, আন্দোলন কর্মসূচি চলবে কি না, তিনি বলেন, ‘বাড়ি ফিরে যাওয়ার কোনও উপায় নেই৷ আমরা আরও অন্য কুস্তিগীরদের সঙ্গে আমরা আলোচনায় বসব৷ এর পর কী করা যায়, সেই বিষয়টি তখনই নির্ধারিত হবে৷’
advertisement
রবিবার ঘটনা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে৷ কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলের ক্রীড়া ব্যক্তিত্বরা৷ রবিবার সাক্ষী, বজরংদের নেতৃত্বে একটি কর্মসূচি ছিল৷ সেই কর্মসূচির আওতায় তাঁরা যখন নতুন সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যেতে চেষ্টা করেন, তখন দিল্লি পুলিশের সঙ্গে তাঁদের প্রথমে বচসা বাঁধে, তার পর জোর করে এদের মিছিল আটকে জাতীয় স্তরের খেলোয়াড়দের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়৷ নিরাপত্তার বেষ্টনি ভাঙার অভিযোগ করা হয় তাঁদের বিরুদ্ধে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 8:06 AM IST