হাই হিলে বেসামাল মা, কোল থেকে পড়ে মৃত্যু হল ছ'মাসের শিশুর
Last Updated:
মায়ের পায়ের হাই হিলই প্রাণ কাড়ল সন্তানের ৷ ছয় মাসের ছোট শিশুকে কোল নিয়ে হাটছিলেন মা ৷ পায়ে ছিল হাই হিল ৷ সেটাই হল কাল ৷
#মুম্বই: মায়ের পায়ের হাই হিলই প্রাণ কাড়ল সন্তানের ৷ ছয় মাসের ছোট শিশুকে কোল নিয়ে হাটছিলেন মা ৷ পায়ে ছিল হাই হিল ৷ সেটাই হল কাল ৷ হঠাৎ করে পা হড়কে যায় মহিলার, কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে মাটিতে ৷ এভাবে মাটিতে পড়ায়, শিরদাড়ায় গুরত্বর আঘাত পায় শিশুটি ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ৷
ঘটনাটি মুম্বইয়ের কল্যাণ এলাকার ৷ রাত তিনটে নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ পরিবারিক এক অনুষ্ঠানের অংশ নিতে মাতশ্রী হলে হাজির হয়েছিল শিশুটির পরিবার ৷ রাতভর চলছিল অনুষ্ঠান ৷ ছয় মাসের ছেলে কোলে , সিড়ি বেয়ে নামছিলেন মা ফমিদা শেখ ৷ তখনই পায়ের হাই হিল বেকে গিয়ে বেসামাল হয়ে পড়েন ফমিদা ৷ কোল থেকে রেলিং গলে মাটিতে পড়ে যায় ছোট্ট মহম্মদ শেখ ৷ দোতলা থেকে পড়ে তখনই শিরদাড়া ভেঙে যায় তার ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিশুটির ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জানিয়ে দেওয়া হয়, মারাই গেছে শিশুটি ৷ দুর্ঘটনায় মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে পুলিস রিপোর্টে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2018 3:57 PM IST