Home /News /national /
হাই হিলে বেসামাল মা, কোল থেকে পড়ে মৃত্যু হল ছ'মাসের শিশুর

হাই হিলে বেসামাল মা, কোল থেকে পড়ে মৃত্যু হল ছ'মাসের শিশুর

এমন ঘটনা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না ৷ জঙ্গলের মাঝে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ল দেড় বছরের শিশু ৷ জানতেই পারল না বাবা মা ৷ প্রায় ৫০ কিলোমিটার দূরে বাড়ি পৌঁছে ঘটনার দু’ঘণ্টা পরে বাবা মা জানতে পারলেন তাদের সন্তান গাড়িতে নেই ৷ Representational Image

এমন ঘটনা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না ৷ জঙ্গলের মাঝে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ল দেড় বছরের শিশু ৷ জানতেই পারল না বাবা মা ৷ প্রায় ৫০ কিলোমিটার দূরে বাড়ি পৌঁছে ঘটনার দু’ঘণ্টা পরে বাবা মা জানতে পারলেন তাদের সন্তান গাড়িতে নেই ৷ Representational Image

মায়ের পায়ের হাই হিলই প্রাণ কাড়ল সন্তানের ৷ ছয় মাসের ছোট শিশুকে কোল নিয়ে হাটছিলেন মা ৷ পায়ে ছিল হাই হিল ৷ সেটাই হল কাল ৷

 • Share this:

  #মুম্বই: মায়ের পায়ের হাই হিলই প্রাণ কাড়ল সন্তানের ৷ ছয় মাসের ছোট শিশুকে কোল নিয়ে হাটছিলেন মা ৷ পায়ে ছিল হাই হিল ৷ সেটাই হল কাল ৷ হঠাৎ করে পা হড়কে যায় মহিলার, কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে মাটিতে ৷ এভাবে মাটিতে পড়ায়, শিরদাড়ায় গুরত্বর আঘাত পায় শিশুটি ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ৷

  আরও পড়ুন ‘১৮ নয়, মেয়েদের বিয়ের বয়স হওয়া উচিত আরও কম’

  ঘটনাটি মুম্বইয়ের কল্যাণ এলাকার ৷ রাত তিনটে নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ পরিবারিক এক অনুষ্ঠানের অংশ নিতে মাতশ্রী হলে হাজির হয়েছিল শিশুটির পরিবার ৷ রাতভর চলছিল অনুষ্ঠান ৷ ছয় মাসের ছেলে কোলে , সিড়ি বেয়ে নামছিলেন মা ফমিদা শেখ ৷ তখনই পায়ের হাই হিল বেকে গিয়ে বেসামাল হয়ে পড়েন ফমিদা ৷ কোল থেকে রেলিং গলে মাটিতে পড়ে যায় ছোট্ট মহম্মদ শেখ ৷ দোতলা থেকে পড়ে তখনই শিরদাড়া ভেঙে যায় তার ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিশুটির ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জানিয়ে দেওয়া হয়, মারাই গেছে শিশুটি ৷ দুর্ঘটনায় মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে পুলিস রিপোর্টে ৷

  First published:

  Tags: Baby falls and dies, Mother heels kills son, Mumbai news

  পরবর্তী খবর