Baba Siddique: বাবা সিদ্দিকির হত্যায় ব্যবহৃত অস্ট্রেলীয় গ্লক, টার্কিশ পিস্তল! ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মূলত, একটি অস্ট্রেলীয় গ্লক পিস্তল, একটি টার্কিশ পিস্তল এবং একটি দেশী পিস্তল উদ্ধার হয়েছে। গত, ১২ অক্টোবর, নির্মল নগরে নিজের ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যান বাবা সিদ্দিকি। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুম্বই: এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্রই বাজেয়াপ্ত করল মুম্বই পুলিশ। বুধবার, এই তিনটি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অস্ত্রের পাশাপাশি একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত, একটি অস্ট্রেলীয় গ্লক পিস্তল, একটি টার্কিশ পিস্তল এবং একটি দেশী পিস্তল উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত, ১২ অক্টোবর, নির্মল নগরে নিজের ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যান বাবা সিদ্দিকি। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
ধৃতদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সংবাদসংস্থাকে জানায়, রেইকির দিন অভিযুক্তরা বাইকে করেই ঘটনাস্থল ঘুরে দেখতে আসেন। কিন্তু, তাঁরা আহত হন। ফলে ঘটনার দিন তাঁরা একটি অটোরিকশা নিয়ে ওই অফিসের সামনে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করছিলেন। এরপরেই তাঁরা হামলা চালায়।
advertisement
সূত্রের খবর, অফিসে গুলি চালাবার আগে অভিযুক্তরা বাবা সিদ্দিকির বাড়ি এবং অফিসে প্রায় একমাস ধরে খোঁজখবর চালায়। এরপরেই গত ১২ অক্টোবর জিসান সিদ্দিকির অফিসের সামনে একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যান মুম্বইয়ের প্রভাবশালী এই নেতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 1:35 PM IST