ভারত থেকে নয়, দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আজাদি চাই : কানহাইয়া

Last Updated:

অবশেষে ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন কানহাইয়া কুমার ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত JNU ছাত্র নেতাকে বৃহস্পতিবার তিহার জেল থেকে মুক্তি দিল দিল্লি পুলিশ ৷

#নয়াদিল্লি: অবশেষে ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন কানহাইয়া কুমার ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত JNU ছাত্র নেতাকে বৃহস্পতিবার তিহার জেল থেকে মুক্তি দিল দিল্লি পুলিশ ৷ ছাড়া পেয়েই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন কানহাইয়া ৷ ক্যাম্পাসে ফের একবার আগের মতোই স্বতঃস্ফূর্তভাবে ভাষণ দিলেন তিনি ৷ পরিষ্কার জানিয়ে দিলেন ভারত থেকে নয়, দেশের মধ্যে থাকা দুর্নীতি থেকে ‘আজাদি’ চান তিনি ৷ তিনি বলেন, ‘দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আমরা আজাদি চাই ৷ ভারত থেকে নয় ৷ সংবিধান মেনেই আমরা এই আজাদি চাইছি ৷’
এদিন ABVP সম্বন্ধে কানহাইয়া বলেন, ‘আমরা ABVP কে শক্র হিসেবে দেখি না কারণ আমরা গণতান্ত্রিক৷ ওরা আমাদের বিরোধী ৷ ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতেও ছাড়েনি ২৯ বছরের এই ছাত্রনেতা ৷ মন-কি বাত প্রসঙ্গে তিনি বলেন, ‘ ‘মন কি বাত’ এ মোদি মনের কথা বলেন, কিন্তু শোনেন না ৷ কানহাইয়াকে দেশবিরোধী প্রমান করতে বিজেপির কিছু নেতা ভারতীয় সেনাদের প্রসঙ্গ তুলে এনেছিলেন ৷ এদিন জেএনইউ ক্যাম্পাস থেকে তার উত্তরও দিলেন কানহাইয়া ৷ তিনি বলেন, ‘যে সেনারা দেশের জন্য শহীদ হয়েছেন তাঁদের আমি স্যলুট জানাই ৷ কিন্তু যে কৃষকরা দারিদ্রের কারণে আত্মহত্যা করছে তাঁদের ব্যাপারে কেউ কিছু করে না কেন? ৷’ এদিনের ভাষণে কানহাইয়া স্পষ্ট বুঝিয়ে দিলেন ২৩ দিন জেলে কাটানোর পরও তাকে দমানো সহজ নয়!
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত থেকে নয়, দারিদ্র ও সাম্প্রদায়িক বিভেদ থেকে আজাদি চাই : কানহাইয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement