• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সারা আলি খানকে নিয়ে ঠাট্টা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিংয়ের ভিডিও !

সারা আলি খানকে নিয়ে ঠাট্টা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিংয়ের ভিডিও !

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

আরে আপনি কি অমৃতা সিং ? ব্যস, রণবীর সিং আর রোহিত শেট্টির মুখে একথা শুনেই ক্ষেপে গেলেন সারা আলি খান ৷

 • Share this:

  #মুম্বই: আরে আপনি কি অমৃতা সিং ? ব্যস, রণবীর সিং আর রোহিত শেট্টির মুখে একথা শুনেই ক্ষেপে গেলেন সারা আলি খান ৷ সঙ্গে সঙ্গে দে দৌঁড় রণবীর-রোহিতের পিছনে !

  গোটা ব্যাপারটাই ঘটিয়েছেন করণ জোহর ৷ আর নেপথ্যে রয়েছে করণের ফিল্মি প্রোমোশনের নয়া ফান্ডা ৷ এই প্রোমোশনের ফান্ডাতেই এবার ঢুকে পড়ল ইনস্টা ভিডিও ৷

  রণবীর-সারা আলি খানকে জুটি বানিয়ে শ্যুটিং চলছে রোহিত শেট্টির নতুন ছবি ‘সিম্বা’র ৷ আর সেই শ্যুটিংয়ের মাঝেই অল্প ইয়ারকি ঠাট্টা শুরু করলেন রণবীর, রোহিত ও করণ ৷ যেখানে ভুল করে রণবীরের মুখে উঠে এল সিংহমের সংলাপ ৷ আর সারা আলি খান হয়ে গেলেন অমৃতা সিং ৷ এই ভিডিওটি-ই ইনস্টাগ্রামে শেয়ার করলেন রণবীর সিং ৷

  First published: