হোম /খবর /দেশ /
শিশুদের কাছ থেকে শৈশব হরণ, অমানবিক প্রথা নিয়ে উদ্বিগ্ন আয়ুষ্মান খুরানা

Ayushmann Khurrana: শিশুদের কাছ থেকে শৈশব হরণ, অমানবিক প্রথা নিয়ে উদ্বিগ্ন নায়ক

আয়ুষ্মান খুরানা, ছবি-ফেসবুক

আয়ুষ্মান খুরানা, ছবি-ফেসবুক

শিশু অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় শিশু শ্রমের মতো রীতি ৷ বললেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)৷ শনিবার, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে (World Day Against Child Labour) এই অমানবিক প্রথার বিরুদ্ধে সরব হলেন অভিনেতা ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : শিশু অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় শিশু শ্রমের মতো রীতি ৷ বললেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)৷ শনিবার, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে (World Day Against Child Labour) এই অমানবিক প্রথার বিরুদ্ধে সরব হলেন অভিনেতা ৷ অভিনেতা হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় আছে ৷ তিনি ইউনিসেফের শিশুদের উপর অত্যাচার বিরোধী প্রচার (Ending Violence Against Children or ENVAC)-এর সেলেব-মুখ ৷

আয়ুষ্মানের কথায়, ‘ শিশুদের কাছ থেকে তাদের শৈশবকে কেড়ে নেয় শিশুশ্রম ৷ শিশু অধিকার আইনকে সব দিক দিয়ে নষ্ট করে এই প্রথা ৷ শিশুরা, বিশেষ করে কন্যা শিশু এবং পরিযায়ী শিশুরা কোভিড পরিস্থিতিতে খুবই বিপন্ন ৷ বড় ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে তারা ৷ ’ এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেতা ৷

অতিমারি পরিস্থিতিতে কেন বেড়েছে শিশুশ্রম? তার কারণও উল্লেখ করেছেন তিনি ৷ দিনের পর দিন স্কুল বন্ধ থাকা, বাড়িতে হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকা, করোনায় বাবা মায়েদের মৃত্যু, পরিবারে কর্মহীনতা বাধ্য করেছে শিশুদের শ্রমের পথে জীবিকা গ্রহণ করতে ৷

শিশুশ্রমের বিরুদ্ধে হাতে হাত রেখে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷ বলেছেন আয়ুষ্মান ৷ দরিদ্রতম পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা দিতে হবে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে দেখতে হবে সব শিশু যেন নিরাপদে ফিরে যায় তাদের ফেলে আসা স্কুলজীবনে ৷

প্রয়োডনে টোল ফ্রি চাইল্ড কেয়ার নম্বরে (১০৯৮) ফোন করার উপরেও গুরুত্ব দিয়েছেন আয়ুষ্মান ৷ তিনি মনে করেন হিংসার হাত থেকে বাঁচিয়ে প্রত্যেক শিশুর জন্য স্কুলজীবন নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ ৷

‘ভিকি ডোনর’, ‘আর্টিকল ১৫’, ‘অন্ধাধুন’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’-র অভিনেতা আয়ুষ্মানকে আবার দেখা যাবে তাঁর পরের ছবি ‘ডক্টর জি’-তে ৷ অনুরাগ কশ্যপের পরিচালনায় এই ছবিতে তিনি অভিনয় করবেন রাকুলপ্রীত সিং-এর বিপরীতে ৷ এছাড়াও দু’টি ছবিতে তাঁর শ্যুটিং পর্ব শেষ হয়েছে ৷ অভিষেক কপূরের পরিচালনায় ‘চণ্ডীগড় করে আশিকি’ এবং অনুভব সিনহার ‘অনেক’৷

আয়ুষ্মান এবং তাঁর স্ত্রী তাহিরা ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কোভিড ত্রাণ প্রকল্পে অর্থসাহায্য দান করেছেন ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Ayushmann Khurrana, Child labour, World Day Against Child Labour