Ayodhya Verdict: সুপ্রিম-রায়ে শর্তসাপেক্ষে তৈরি হবে মন্দির, পরবর্তী কী কী হবে

Last Updated:

Ayodhya Verdict: প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের ডিভিশন জানিয়েছে, হিন্দুরা কয়েকটি শর্তেই এই জমি পাবে৷ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, অযোধ্যাতেই সুন্নি ওয়াকফ বোর্ডকে নতুন মসজিদ তৈরির জন্য ৫ একর জমি বরাদ্দ করবে কেন্দ্র৷

#নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের রায়, ২.৭৭ একরের বিতর্কিত জমিটিতে রাম মন্দির নির্মাণ করার জন্য একটি ট্রাস্ট গঠন করবে কেন্দ্রীয় সরকার৷ শর্তসাপেক্ষে জমিটি হিন্দুদের৷ মুসলিমদের বিকল্প ৫ একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য৷ ট্রাস্টের নজরদারিতে তৈরি হবে রাম মন্দির৷
অথবা বিতর্কিত জমি চত্বরেই ৬৭ একরের মধ্যে জমি দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদের জন্য৷ ওই ৬৭ একর ১৯৯৩ সালে অধিগ্রহণ করেছিল কেন্দ্র৷
রাম লালার হাতে জমি তুলে দেওয়ার সময় আদালত জানায়, আগামী ৩ মাসের মধ্যেই মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠন করে ফেলতে হবে৷ একই সঙ্গে এই তিন মাসের মধ্যে মসজিদ তৈরির উপযুক্ত জমিও বরাদ্দ করে দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে৷ ১০৪৫ পাতার রায় শোনাতে গিয়ে শীর্ষ আদালত বলে, 'মসজিদ যেখানে ভাঙা হয়েছিল, হিন্দুদের বিশ্বাস, সেখানেই ভগবান রাম জন্মেছিলেন, তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই৷'
advertisement
advertisement
১৫২৮ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংসের আগে পর্যন্তও মসজিদ ছিল৷ নির্মহী আখড়ার দাবি এ দিন শুরুতেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্ট রায়ে জানায়, 'জমি বণ্টনের রূপরেখা তৈরি করবে কেন্দ্র৷ এর জন্য ট্রাস্ট তৈরি করতে হবে কেন্দ্রকে৷ ৩ মাসের মধ্যেই ট্রাস্ট তৈরি করতে হবে৷ ট্রাস্টে রাখতে হবে নির্মোহী আখড়ার প্রতিনিধি৷ মসজিদের ভিতরের অংশ থাকবে ট্রাস্টের হাতে৷ ট্রাস্টের নজরদারিতে তৈরি হবে রামমন্দির৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Verdict: সুপ্রিম-রায়ে শর্তসাপেক্ষে তৈরি হবে মন্দির, পরবর্তী কী কী হবে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement