অযোধ্যায় বড় চমক! এবার আকাশ থেকেই দেখা যাবে 'তীর্থনগরী', জুড়ল নতুন পালক

Last Updated:

Ayodhya Tourism: পর্যটনের দিক থেকেও বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিচ্ছে অযোধ্যা।

 আকাশ থেকে অযোধ্যার মঠ মন্দির দর্শন
আকাশ থেকে অযোধ্যার মঠ মন্দির দর্শন
অযোধ্যা : সেজে উঠছে শ্রীরামের শহর। পুরনো জাঁকজমক ফিরছে অযোধ্যায়। কোটি কোটি টাকা ব্যয়ে চলছে রাম মন্দির তৈরির কাজ। ধর্মস্থানের পাশাপাশি পর্যটনের দিক থেকেও বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিচ্ছে অযোধ্যা। এর মধ্যেই অযোধ্যার বাসিন্দা এবং আগত পর্যটকদের বড় উপহার দিল যোগী সরকার।
অযোধ্যায় আগত পর্যটকরা এখন পাওয়ার প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে আকাশ থেকে অযোধ্যার মঠ মন্দির দর্শন করতে পারবেন। অযোধ্যায় জাতীয় সড়কের ধারে বালু ঘাটে শুরু হয়েছে পাওয়ার প্যারাগ্লাইডিং। পাইলটের পাশে বসে আকাশ থেকে পাখির চোখে দেখা যাবে অযোধ্যা নগরী।
advertisement
advertisement
সময়: বালু ঘাটে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, সকাল ও সন্ধ্যার শিফটের জন্যও আলাদা আলাদা রেট নির্ধারণ করা হয়েছে। সকালে প্যারাগ্লাইডিংয়ের খরচ ১০০ টাকা, সন্ধ্যায় ১৫০০ টাকা।
পর্যটকরা খুশি: দেশের অন্যান্য পর্যটন স্থান যেমন গোয়া, মুম্বই এবং উত্তরাখণ্ডে পাওয়ার প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারেন পর্যটকরা। একইভাবে, এখন শ্রীরামের শহর অযোধ্যায় আগত পর্যটকরা প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারবেন। এজন্য রামনগরীর বালুর ঘাটে পাওয়ার প্যারাগ্লাইডিং পরিষেবার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার গৌরব দয়াল।
advertisement
অযোধ্যায় অ্যাডভেঞ্চার ক্লাব প্রতিষ্ঠা: উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস-চেয়ারম্যান বিশাল সিং বলেন, ‘অযোধ্যায় আসা ভক্তদের অধিকাংশই তরুণ। তাঁদের জন্য আমরা অযোধ্যায় অ্যাডভেঞ্চার ক্লাব প্রতিষ্ঠা করেছি। এটা আমাদের সবার কাছে খুব আনন্দের মুহূর্ত। আগামী দিনে মোটর স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা পাওয়া যাবে। এতে আগত ভক্ত ও পর্যটকরা ধর্মপালনের পাশাপাশি বেড়ানোর আনন্দও উপভোগ করতে পারেন’।
advertisement
প্যারাগ্লাইডিং উপভোগ করছেন পর্যটকরা: অযোধ্যায় ঘুরতে এসে প্যারাগ্লাইডিং করেন তমন্না। তিনি বলেন, ‘দারুণ লাগল। অসাধারণ সময় কেটেছে। প্রথমবার প্যারাগ্লাইডিং শুরু হল অযোধ্যায়। আমরা তার অংশ হতে পেরে আনন্দিত। আকাশ থেকে অযোধ্যার মঠ, মন্দির দেখাটা অন্যরকমের অনুভূতি’। অযোধ্যায় এলে একবার প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা নেওয়া প্রত্যেক দর্শনার্থীর উচিত বলে মনে করেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যায় বড় চমক! এবার আকাশ থেকেই দেখা যাবে 'তীর্থনগরী', জুড়ল নতুন পালক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement