২৫টি এটিএমের লাখ টাকার ক্যাশ নিয়ে চম্পট এটিএমের টাকাওয়ালা !

Last Updated:

এটিএমে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর পুরনো নোট নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে ৷

#জয়পুর:  নোট বাতিলের পর থেকেই ৫০০ ও ১০০০ টাকার নোটের এই মুহূর্তে কোনও মূল্য নেই বাজারে ৷ তা সত্ত্বেও এটিএমে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর পুরনো নোট নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে ৷
সূত্রের খবর, বেশ কয়েকটি এটিএমে টাকা ভর্তির দায়ত্বে ছিলেন দু’জন ব্যক্তি ৷ তার মধ্যে পাঁচটি এটিএমর মধ্যে একটি এটিএম খোলা হয়েছে ৷ সেই এটিএম থেকে ২৬ লক্ষ টাকা গায়েব হওয়ার খবর মিলেছে ৷ বাকি এটিএমগুলি থেকে কত টাকা গায়েব হয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ এটিএমে টাকা ভর্তি করার দায়িত্বে থাকা CMS ইনফো সিস্টেমস লিমিটেডের আধিকারিক সুনীল কুমার তার সংস্থারই দুই কর্মচারীর বিরুদ্ধে মালা দায়ের করেছে ৷ ঘটনাটি রাজস্থানের ঝুনঝুনুর ৷
advertisement
জানা গিয়েছে, রাজস্থানের পুনিয়ার বাসিন্দা ওমপ্রকাশ ও বিজয়লালের উপর প্রায় ২৫টি এটিএমে টাকা ভর্তি করার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তাদের কাছে এই এটিএমের পাসওয়ার্ড ছিল ৷ যেদিন থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়েছে, সেদিন থেকে এই এটিএম থেকে পুরনো নোট বের করারও দায়িত্বে ছিলেন ৷ ২০ টি এটিএম থেকে নোট বের করে সেগুলি নিয়ম মেনে জমাও দিয়ে দেন ৷ কিন্তু বাকি পাঁচটি এটিএমের না তো তারা কোনও টাকা জমা দেয় না কোনও হিসেব দেন ৷ বরং কোম্পানির তরফ যে গাড়ি তাদের দেওয়া হয়েছিল সেটা  নিয়ে চারদিন ধরে গায়েব হয়ে গিয়েছে দু’জনে ৷
advertisement
advertisement
এর পর মামলা দায়ের করে আর পাঁচটি এটিএমে খুলে দেখার কাজ শুরু করা হয়েছে ৷ পুলিশ ও সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে এটিএমগুলি খোলা হয় ৷
এটিএমের টাকা নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ ও সংস্থার আধিকারিকরা ৷ তবে সূত্রের খবর , একটি এটিএম থেকে ২৬ লক্ষ টাকা গায়েব হয়েছে ৷ যে পাঁচটি এটিএমের কথা বলা হয়েছে তাদের মধ্যে দুটি শহরে ও বাকি তিনটি শহরতলিতে ৷ অভিযুক্তদের কাছে ২৫টি এটিএমের পাসওয়ার্ড রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৫টি এটিএমের লাখ টাকার ক্যাশ নিয়ে চম্পট এটিএমের টাকাওয়ালা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement