Atal Bihari Vajpayee :শুক্রবার বিকেল ৪টে বাজপেয়ীর শেষকৃত্য, যমুনা তীরে স্মৃতিসৌধ

Photo Collected

Photo Collected

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বিকেল ৫.০৫-এ তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার সন্ধেয় এইমস হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণ মেনন মার্গে, অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে ৷

    • সেখানেই সারারাত শায়িত থাকবে তাঁর দেহ ৷
    • শুক্রবার সকালে ১০টা নাগাদ, কৃষ্ণ মেনন মার্গের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতর, দীনদয়াল উপাধ্যায় মার্গে। সেখানে তাঁর অনুরাগীরা শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে পারবেন প্রিয় নেতাকে ৷
    • সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর, দুপুর ১.৩০ নাগাদ আইটিও ক্রসিং ও দিল্লি গেট হয়ে দেহ নিয়ে যাওয়া হবে বিজয়ঘাটে ৷
    • সেখানেই বিকেল ৪টে হবে শেষকৃত্য ৷

    আরও পড়ুন ৬৫ বছরের পুরনো বন্ধুকে হারালাম, শোকার্ত আডবাণীর শেষ শ্রদ্ধা

    ইতিমধ্যেই বিজয়ঘাটে দেড় একর জমি পরিদর্শন করা হয়েছে, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার হবে শেষকৃত্য ৷ বাজপেয়ীর মৃত্যুতে ৭দিনে জাতীয় শোকের ঘোষণা করেছে কেন্দ্র ৷ শুক্রবার দিল্লিতে সব স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ রাখা হবে বলেই জানিয়েছে দিল্লির আপ সরকার ৷

    আরও পড়ুন In Pics: রাজনৈতিক নেতাদের সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর বিরল ছবি, দেখুন

    বাজপেয়ীর সমাধি স্থাপন হবে যমুনার তীরে, সিদ্ধান্ত এনডিএ সরকারের ৷ সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য একটিই হবে একটিই স্মৃতিসৌধ ৷ জমির অভাবের কারণে ছিল এই সিদ্ধান্ত ৷ ২০১৩-এ ইউপিএ সরকারে তৈরি হয়েছিল এই আইন ৷ তবে সেই আইন বদলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ তৈরি হবে যুমনার তীরে ৷

    First published:

    Tags: Atal Bihari Vajpayee, Atal Bihari Vajpayee death