Atal Bihari Vajpayee :শুক্রবার বিকেল ৪টে বাজপেয়ীর শেষকৃত্য, যমুনা তীরে স্মৃতিসৌধ

Last Updated:
#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বিকেল ৫.০৫-এ তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার সন্ধেয় এইমস হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণ মেনন মার্গে, অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে ৷
  • সেখানেই সারারাত শায়িত থাকবে তাঁর দেহ ৷
  • শুক্রবার সকালে ১০টা নাগাদ, কৃষ্ণ মেনন মার্গের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতর, দীনদয়াল উপাধ্যায় মার্গে। সেখানে তাঁর অনুরাগীরা শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে পারবেন প্রিয় নেতাকে ৷
  • সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর, দুপুর ১.৩০ নাগাদ আইটিও ক্রসিং ও দিল্লি গেট হয়ে দেহ নিয়ে যাওয়া হবে বিজয়ঘাটে ৷
  • সেখানেই বিকেল ৪টে হবে শেষকৃত্য ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই বিজয়ঘাটে দেড় একর জমি পরিদর্শন করা হয়েছে, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার হবে শেষকৃত্য ৷ বাজপেয়ীর মৃত্যুতে ৭দিনে জাতীয় শোকের ঘোষণা করেছে কেন্দ্র ৷ শুক্রবার দিল্লিতে সব স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ রাখা হবে বলেই জানিয়েছে দিল্লির আপ সরকার ৷
advertisement

বাজপেয়ীর সমাধি স্থাপন হবে যমুনার তীরে, সিদ্ধান্ত এনডিএ সরকারের ৷ সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য একটিই হবে একটিই স্মৃতিসৌধ ৷ জমির অভাবের কারণে ছিল এই সিদ্ধান্ত ৷ ২০১৩-এ ইউপিএ সরকারে তৈরি হয়েছিল এই আইন ৷ তবে সেই আইন বদলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ তৈরি হবে যুমনার তীরে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bihari Vajpayee :শুক্রবার বিকেল ৪টে বাজপেয়ীর শেষকৃত্য, যমুনা তীরে স্মৃতিসৌধ
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement