Kerala Flood: ভয়াবহ বন্যায় জলের তলায় কেরালা, মৃত কম পক্ষে ৫৭

Last Updated:

গত ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম কেরালায় ১০০-রও বেশি মানুষ বন্যায় নিখোঁজ৷ ত্রাণ শিবিরগুলিতে তিল ধারণের জায়গা নেই৷ ৩৫ হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে৷

#তিরুঅনন্তপুরম: প্রকৃতির ভয়াবহতা ছাপিয়ে যাচ্ছে ২০১৮ সালকেও৷ প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৭৷ বৃষ্টির সঙ্গেই বিভিন্ন এলাকায় ধস নামছে৷ ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া৷ মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটক মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা ১০০-রও বেশি৷
কেরালায় বন্যা কেরালায় বন্যা
গত ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম কেরালায় ১০০-রও বেশি মানুষ বন্যায় নিখোঁজ৷ ত্রাণ শিবিরগুলিতে তিল ধারণের জায়গা নেই৷ ৩৫ হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে৷ কেরালা সরকার জানিয়েছে, ৮টি জেলায় ৮০টি জায়গায় ধসে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন৷ সবচেয়ে খারাপ অবস্থা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কেন্দ্র ওয়াইনাডের৷ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ২৫ হাজার মানুষ৷ তাঁদের ঘরবাড়ি ভেসে গিয়েছে বন্যায়৷
advertisement
advertisement
কেরালার বন্যা কেরালার বন্যা
ওয়াইনাড ও মালাপ্পুরমে বহু মানুষ ধসের স্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা করছে বিপর্য মোকাবিলা বাহিনী৷ বৃষ্টির তীব্রতা এতটাই যে, উদ্ধারকাজ চালানো যাচ্ছে না৷ মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো শনিবার ওয়াইনাডে বনসুরসাগর বাঁধের জল ছাড়া হয়েছে দুপুর ৩টেয়৷ ফলে আরও বিধ্বংসী বন্যার প্রমাদ গুনছে কেরালা৷ ১৪টি জেলায় লাল সতর্কতা জারি করে দিয়েছে কেরালার বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ লাল সতর্কতা রয়েছে ওয়াইনাড, কন্নুর, কাসারগড় জেলায়৷ একমাত্র বন্যার আঁচ এড়াতে পেরেছে তিরুঅনন্তপুরমও কোল্লাম৷
advertisement
বন্যা বিধ্বস্ত কেরালায় আরও বৃষ্টি বন্যা বিধ্বস্ত কেরালায় আরও বৃষ্টি
দক্ষিণ রেলওয়ে প্রচুর ট্রেন বাতিল করে দিয়েছে৷ শুক্রবার থেকে বন্ধ কোচি বিমানবন্দর৷ কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকেরও অবস্থা শোচনীয়৷ ইতিমধ্যেই ২৪ জন মারা গিয়েছেন বন্যায়৷ গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বন্যার মোকাবিলা করছে কর্নাটকও৷ ২ লক্ষ মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে৷ চলতি সপ্তাহে মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা ২৮৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood: ভয়াবহ বন্যায় জলের তলায় কেরালা, মৃত কম পক্ষে ৫৭
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement