আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২৯, আহত ২০
Last Updated:
#নয়াদিল্লি: সোমবার সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী হল আগ্রা। রাস্তার ধারে নয়ানজুলিতে উলটে গেল বাস। সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃত কমপক্ষে ২৯। আহত ২০ জনের বেশি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা মারে তারপর ৫0 ফুট নিচে একটি ক্যানালে পড়ে যায়।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, ড্রাইভারের চোখ লেগে আসার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, ভোরের দিকে বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা। মনে করা হচ্ছে স্টিয়ারিং আটকে গিয়েও দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত ২৯টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
দুর্ঘটনার পরে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। পুলিশও ঘটনাস্থলে চলে আসে। আহত ও মৃতদের দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে টেনে বের করা হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছে, আর আহতদের সু-চিকিৎসার আশ্বাস দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2019 9:35 AM IST