অসমের কোকরাঝাড়ে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ১৪, আহত বহু

Last Updated:

ন্যা বিপর্যয় শেষ হতে না হতেই জঙ্গি হানার নিশানায় অসম ৷ অসমের কোকরাঝাড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷

#অসম: বন্যা বিপর্যয় শেষ হতে না হতেই জঙ্গি হানার নিশানায় অসম ৷ অসমের কোকরাঝাড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷ ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১১.৩০ নাগাদ কোকরাঝাড়ের বালাযান বাজার এলাকায় হামলা চালায় জঙ্গিরা ৷ আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ এরপরই এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ গুলিবৃষ্টিতে ২০ জনেরও বেশি আহত হয়েছে বলে খবর ৷ ঘটনার সময় বাজারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ৷ তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, সেনার পোশাকে চার-পাঁচ জন জঙ্গি মিলে এই হামলা চালিয়েছে ৷ হামলার খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তারক্ষীদের এক বিশেষ দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে অসম সরকার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও ফোনে পরিস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র ৷ হামলার পিছনে NDFB (S) গোষ্ঠী অর্থাৎ বড়ো জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
assam-attack1
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বিবৃতি দিয়ে বলেন, ‘ঘটনার তীব্র নিন্দা করছি ৷ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি ৷ ওঁরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ কড়া হাতে জঙ্গি কার্যকলাপ দমন করা হবে ৷ ঘটনাস্থলে যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷’
একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ নিহতদের পরিবারকে  ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অসমের কোকরাঝাড়ে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ১৪, আহত বহু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement