অসমের কোকরাঝাড়ে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ১৪, আহত বহু
Last Updated:
ন্যা বিপর্যয় শেষ হতে না হতেই জঙ্গি হানার নিশানায় অসম ৷ অসমের কোকরাঝাড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷
#অসম: বন্যা বিপর্যয় শেষ হতে না হতেই জঙ্গি হানার নিশানায় অসম ৷ অসমের কোকরাঝাড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা ৷ ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১১.৩০ নাগাদ কোকরাঝাড়ের বালাযান বাজার এলাকায় হামলা চালায় জঙ্গিরা ৷ আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ এরপরই এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ গুলিবৃষ্টিতে ২০ জনেরও বেশি আহত হয়েছে বলে খবর ৷ ঘটনার সময় বাজারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ৷ তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, সেনার পোশাকে চার-পাঁচ জন জঙ্গি মিলে এই হামলা চালিয়েছে ৷ হামলার খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তারক্ষীদের এক বিশেষ দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে অসম সরকার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও ফোনে পরিস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র ৷ হামলার পিছনে NDFB (S) গোষ্ঠী অর্থাৎ বড়ো জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বিবৃতি দিয়ে বলেন, ‘ঘটনার তীব্র নিন্দা করছি ৷ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি ৷ ওঁরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ কড়া হাতে জঙ্গি কার্যকলাপ দমন করা হবে ৷ ঘটনাস্থলে যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷’
একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2016 3:09 PM IST