#উত্তরপ্রদেশ: ২০২০ সালের প্রায় শুরু থেকেই দেশে ছড়াতে থাকে করোনা ভাইরাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে থাকে। বাড়তে থেকে মৃত্যুর খবর। এই অবস্থায় করোনার প্রথম ঢেউ সামলে উঠতে না উঠতেই ফের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হতে থাকে মানুষ। গত বছরের মতোই এবছরও দফায় দফায় বিভিন্ন রাজ্যে লকডাউন শুরু হয়। এক চিত্র আবার দেখা যায়। মানুষ এই মহামারী থেকে মুক্তি পেতে অনেক কিছুই করছে। তবে এবার যা হল, তা সত্যিই অবাক করে। করোনা থেকে বাঁচতে ভাইরাসকে দেবী বানিয়ে পুজো করা শুরু করল প্রতাপগড়ের মানুষ। উত্তরপ্রদেশের এক গ্রামে দেখা গেল এই দৃশ্য।
পুজো হয়ে গেলে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। শান্তির জল ছিঁটানো হচ্ছে। কিন্তু পুজোতে ঠিক কি মন্ত্র পাঠ হচ্ছে তা জানা নেই। ভাইরাস যদি ভগবান হয়ে যেতে পারে, তবে মন্ত্রও নিশ্চয় এতক্ষণে আবিষ্কার হয়ে গিয়েছে। সত্যিই বিচিত্র এ দেশ।
এই দেশেই দেখা যায়, করোনা থেকে বাঁচতে গোমূত্র পানের ঘটা। আবার গোবর মেখে বসে থাকতেও দেখা গিয়েছে মানুষকে। অক্সিজেন দেওয়ার বদলে রোগীকে গোমূত্র খাওয়াতেও দেখা গিয়েছে। সে দেশে করোনা ভাইরাস যে দেবী রূপ পেতে পারে , তাতে অবাক হওয়ার কিছু নেই। এই কঠিন সময়েও মানুষ কুসংস্কারকে অন্ধের মতো ভরসা করতে চাইছে। তবে এই করোনা মাতার সৃষ্টিকর্তা কিন্তু মানুষই। দূর ভবিষ্যতে যখন করোনা থেকে মুক্ত হবে পৃথিবী, সে সময়েও হয়ত থেকে যাবে করোনার দেবী করোনা মাতা। হতে পারে তখনও ঘটা করে পুজো হবে করোনা দেবীর। ভয় থেকে মানুষ এমন কত দেবতারই জন্ম দিয়েছে। আবার নিজেই নিয়ম বানিয়ে, আজীবন আরাধনা করে চলেছে। তবে এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা মাতার পুজো সত্যিই অবাক করেছে। নেট মাধ্যমে বহু মানুষ এই পুজো দেখে অবাক হয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Mata temple, Coronavirus, Pratapgarh