ইনিই ভারতের প্রবীণতম ভোটার, ১৯৫১ সাল থেকে আজও ভোট দিচ্ছেন

Last Updated:
#শিমলা: শ্যাম সরণ নেগি ৷ ২০১ বছর বয়স এই পাহাড়ি ভদ্রলোকের ৷ ১৯৫১ সাল থেকে ভোট কেন্দ্রের বাইরের লম্বা সারিতে প্রতি বছর দেখা মেলে তাঁর ৷ এবারও ব্যতিক্রম নয় ৷ দেশের বৃদ্ধতম ভোটার হিসেবে লোকসভা ভোটে নিজের মতামত প্রকাশ করবেন তিনি ৷
হিমাচল প্রদেশ নির্বাচন কমিশন শ্যাম সরণকে তাদের SVEEP বা সিস্টেম্যাটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেকট্ররাল পার্টিসিপেশন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করেছেন ৷ ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গোপাল চাঁদ IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, লোকসভা ভোটে সকলকে অংশগ্রহণ করার এবং নিজের মতামত প্রকাশ করার জন্য আবেদন জানাবেন দেশের প্রবীণতম ভোটার শ্যাম সরণ নেগি ৷
advertisement
শিমলা থেকে ২৭৫ কিলোমিটার দূরে কিন্নুর জেলার কলপা গ্রামে ছোট ছেলে চান্দের প্রকাশ নেগির কাছে থাকেন শ্যাম সরণ ৷ ২০১৪ সালে স্ত্রীকে হারিয়েছেন শ্যামবাবু ৷ ১ জুলাই ১০৩ বছরে পা দেবেন শ্যাম সরণ ৷ আজকাল কানে একটু কম শোনেন ঠিকই ৷ তবু রেডিও শুনতে বড় ভালবাসেন ৷ তিন ছেলে আর পাঁচ মেয়ে ছিল শ্যাম সরণের ৷ ২০০২ সালে বড় ছেলেকে হারিয়েছেন তিনি ৷ এখন বাকি ছেলে-মেয়ে, নাতি-পুতি নিয়ে ভরা সংসার ১০২ বছরের ভোটারের ৷ ১৯৭৫ সালে সরকারি স্কুল থেকে অবসর নেন শ্যাম ৷ শিক্ষকতা করতেন তিনি ৷
advertisement
advertisement
স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি ৷ সে সময় কিন্নুর জেলার নামকরণ হয়নি ৷ সবাই ওই এলাকাকে চিনা অধ্যুষিত এলাকা বলেই চিনত ৷ ১৯৫১ সাল থেকে আজ পর্যন্ত কোনও নির্বাচন বাদ পড়েনি শ্যাম সরণের ৷
advertisement
কলপা গ্রামটি মান্ডি লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে ৷ কুলু, মান্ডি এবং শিমলা ও চাম্বার কিছু অংশ এর মধ্যে পড়ে ৷ প্রতি বছর এই কেন্দ্রে প্রথম ভোট দিতে যান শ্যাম সরণ ৷ ২০১০ সালে নির্বাচন কমিশনের ৬০ বছর পূর্তিতে মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা এসেছিলেন শ্যামবাবুর গ্রামে ৷ দেশের প্রথম সাধারণ নির্বাচন থেকে আজ পর্যন্ত এর অংশ হওয়ায় তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয় ৷ শুধু তাই নয়, নেগির বহু ভিডিও প্রকাশ করেছে কমিশন ৷ প্রচারের উদ্দেশ্যে এগুলি ব্যবহার করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইনিই ভারতের প্রবীণতম ভোটার, ১৯৫১ সাল থেকে আজও ভোট দিচ্ছেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement