এনকাউন্টার আতঙ্ক! বিমানে করে কানপুর ফেরানো হোক, আবেদন বিকাশ দুবের সহযোগীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবেকে ধরতে গিয়ে আট পুলিশকর্মীর হত্যার ঘটনায় জড়িত ছিল এই অরবিন্দ৷
#ঠানে: সড়ক পথে নয়৷ মহারাষ্ট্রের ঠানে থেকে উত্তর প্রদেশে ফেরাতে হলে তাকে নিয়ে যেতে হবে বিমানে৷ এনকাউন্টারের আশঙ্কায় আদালতে এমনই অভিনব দাবি জানাল বিকাশ দুবের ঘনিষ্ঠ সঙ্গী অরবিন্দ ত্রিবেদী৷
গত শনিবার মহারাষ্ট্র পুলিশের এটিএস-এর হাতে ধরা পড়ে বিকাশ দুবের অন্যতম সহযোগী অরবিন্দ৷ এর পর তাকে ২১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত৷ অরবিন্দের আইনজীবী আদালতে জানান, কানপুরে নিয়ে যেতে হলে পুলিশ যেন বিমানে করেই তাকে নিয়ে যায়৷
গত শুক্রবার সকালে মধ্যপ্রদেশ থেকে কানপুরে ফেরার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের ডন বিকাশ দুবের৷ তার আগে বিকাশের একাধিক সঙ্গীরও একই ভাবে উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়৷ এবার তাই এনকাউন্টারের আশঙ্কায় আগেভাগেই আদালতের কাছে আবেদন করল বিকাশের সহযোগী অরবিন্দ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবেকে ধরতে গিয়ে আট পুলিশকর্মীর হত্যার ঘটনায় জড়িত ছিল এই অরবিন্দ৷ ২০০১ সালে উত্তর প্রদেশের রাজনৈতিক নেতা সন্তোষ মিশ্রের হত্যাকাণ্ডেও সে যুক্ত ছিল বলে অভিযোগ৷ বিকাশ দুবের সঙ্গে সেও যে এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল, ইতিমধ্যেই এটিএস-এর জেরায় অরবিন্দ তা স্বীকার করেছে বলে জানা গিয়েছে৷
তবে অরবিন্দের আবেদন মতো তাকে বিমানে উত্তর প্রদেশে ফেরানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত৷ উত্তরপ্রদেশ পুলিশ ঠানেতে পৌঁছনোর পর তাদের বক্তব্য শুনেই নিজের সিদ্ধান্ত জানাবেন বিচারক৷
Location :
First Published :
July 12, 2020 7:42 PM IST