বিজেপি-শিবসেনার জোটকে বিশ্বাস করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ অমিত শাহের
Last Updated:
সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সত্যি করেই বাজিমাত বিজেপি-শিবসেনা জুটির ৷
#মুম্বই: সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সত্যি করেই বাজিমাত বিজেপি-শিবসেনা জুটির ৷ বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ১২৪ আসনে লড়ে এখনও পর্যন্ত ৫৬টি আসন শিবসেনার ঝুলিতে ৷ বিজেপি প্রার্থী দিয়েছিল ১৬৩ আসনে ৷ বিজেপি শিবসেনা জোটের ঝুলিতে ১৬০ টি আসন ৷ অন্যদিকে, কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেসের জোটের দখলে ১০৩ টি আসন ৷ অন্যান্যরা ২৩ ৷
মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার জুটি দুর্দান্ত সাফল্যের পর অমিত শাহ ট্যুইট করে মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান ৷ সঙ্গে আরও বলেন, বিজেপি ও শিবসেনার জোট মহারাষ্ট্রে আরও বেশি উন্নয়ন এনে দেবে ৷
advertisement
হরিয়ানা প্রসঙ্গে ট্যুইট করে অমিত শাহ লেখেন, ‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে হরিয়ানার খট্টর সরকার হরিয়ানার মানুষজনদের উন্নতি ও কল্যাণ সাধনে ব্রতী হয়েছিল, ভবিষ্যতেও তা করে যাবে ৷ হরিয়ানাবাসীদের ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2019 6:46 PM IST