#ভোপাল: নির্বাচনী প্রচার তুঙ্গে মধ্যপ্রদেশে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিবরাজ চৌহানের গড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও বিজেপি-র৷ সব ভোটেই বেরসিক রাজনৈতিক কচকচানির মধ্যেও লুকিয়ে থাকে কিছু মজা৷ যা আসলে ভোটের গরম বাজারে খানিকটা হাওয়া বললেও অত্যুক্তি হয় না৷ যেমন মধ্যপ্রদেশ৷ নেতা বা নেত্রীর জনপ্রিয়তা নির্ভর করে সংশ্লিষ্ট নেতা বা নেত্রীর ইমেজ-অনুযায়ী নামের উপর৷ কেউ বৌদি, কেউ ভাই, কেউ আবার বাবা৷ চলছে বেশ৷
কাজ, ভাবমূর্তি, সাজসজ্জার উপরেই সমর্থকরা নাম দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নামটা যতই ভারী হোক, তাঁর মামা নামটির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি জনপ্রিয়৷ শিবরাজ সিং মনে করেন, তিনি মধ্যপ্রদেশের সব মহিলার ভাই৷ ফলে মহিলাদের সন্তানদের মামা৷ তাই প্রচারে মামা নামেই তিনি খ্যাত৷
এরপর আসা যাক ইন্দোরে৷ বিজেপি-র মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় ও লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের৷ বলা হয়, 'ভাই অউর তাই'৷ হ্যাঁ, কৈলাস বিজয়বর্গীয় নিজেকে সকলের ভাই বলে সম্বোধন করেন৷ সুমিত্রা মহাজন বলে তাই৷
বুরহানপুরের বিজেপি বিধায়ক অর্চনা চিটনিস সকলের দিদি৷ অর্চনাদিদি৷ আবার ইন্দোর বিধানসভার বিজেপি বিধায়ক রমেশ মন্দোলার নাম 'দাদা দয়ালু'৷ উজ্জয়িনীর বিধায়ক পরশ জৈন আবার পালোয়ান নামে খ্যাত৷ ওই নামেই ভোট চান৷ ইন্দোরের মেয়র মালিনী গৌড় আবার বৌদি নামে খ্যাত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Elections 2018, India Assembly Election 2018, Madhya Pradesh Election 2018, MP Polls, বিধানসভা নির্বাচন ২০১৮, মধ্যপ্রদেশ নির্বাচন ২০১৮