বৌদি-বাবা-মামা-পালোয়ান! মধ্যপ্রদেশে নেতা-নেত্রীদের আসল নামে কম লোকই চেনেন

Last Updated:

কাজ, ভাবমূর্তি, সাজসজ্জার উপরেই সমর্থকরা নাম দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নামটা যতই ভারী হোক, তাঁর মামা নামটির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি জনপ্রিয়৷

#ভোপাল: নির্বাচনী প্রচার তুঙ্গে মধ্যপ্রদেশে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিবরাজ চৌহানের গড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও বিজেপি-র৷ সব ভোটেই বেরসিক রাজনৈতিক কচকচানির মধ্যেও লুকিয়ে থাকে কিছু মজা৷ যা আসলে ভোটের গরম বাজারে খানিকটা হাওয়া বললেও অত্যুক্তি হয় না৷ যেমন মধ্যপ্রদেশ৷ নেতা বা নেত্রীর জনপ্রিয়তা নির্ভর করে সংশ্লিষ্ট নেতা বা নেত্রীর ইমেজ-অনুযায়ী নামের উপর৷ কেউ বৌদি, কেউ ভাই, কেউ আবার বাবা৷ চলছে বেশ৷
কাজ, ভাবমূর্তি, সাজসজ্জার উপরেই সমর্থকরা নাম দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নামটা যতই ভারী হোক, তাঁর মামা নামটির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি জনপ্রিয়৷ শিবরাজ সিং মনে করেন, তিনি মধ্যপ্রদেশের সব মহিলার ভাই৷ ফলে মহিলাদের সন্তানদের মামা৷ তাই প্রচারে মামা নামেই তিনি খ্যাত৷
এরপর আসা যাক ইন্দোরে৷ বিজেপি-র মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় ও লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের৷ বলা হয়, 'ভাই অউর তাই'৷ হ্যাঁ, কৈলাস বিজয়বর্গীয় নিজেকে সকলের ভাই বলে সম্বোধন করেন৷ সুমিত্রা মহাজন বলে তাই৷
advertisement
advertisement
বুরহানপুরের বিজেপি বিধায়ক অর্চনা চিটনিস সকলের দিদি৷ অর্চনাদিদি৷ আবার ইন্দোর বিধানসভার বিজেপি বিধায়ক রমেশ মন্দোলার নাম 'দাদা দয়ালু'৷ উজ্জয়িনীর বিধায়ক পরশ জৈন আবার পালোয়ান নামে খ্যাত৷ ওই নামেই ভোট চান৷ ইন্দোরের মেয়র মালিনী গৌড় আবার বৌদি নামে খ্যাত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বৌদি-বাবা-মামা-পালোয়ান! মধ্যপ্রদেশে নেতা-নেত্রীদের আসল নামে কম লোকই চেনেন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement