• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Assam Tinsukia killings: তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

Assam Tinsukia killings: তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

(AP Photo/Bikas Das)

(AP Photo/Bikas Das)

 • Share this:

  #কলকাতা: রাতের অন্ধকারে চায়ের দোকান থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে ৫ বাঙালিকে ৷ মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জেরে ভয়ে কাঁপছে অসম ৷ অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷

  রবিবার সকালে বিমানে চেপে ডিব্রুগড় হয়ে তিনসুকিয়া পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা নেত্রী ৷ নিহত পাঁচ বাঙালির বাড়িতে যাবেন প্রতিনিধিরা ৷ নিহতদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ দলীয় সূত্রে এমনটাই খবর ৷ রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকবেন সাংসদ নাদিমুল হক, বিধায়ক মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর ৷

  আরও পড়ুন: কংগ্রেসে বড়সড় ভাঙন, বিজেপিতে যোগ অন্যতম হেভিওয়েট নেতার

  জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছিল অসম ৷ সেই সময়ও অসমে প্রতিনিধিদল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু আইনশৃঙ্খলা অবনতি হতে পারে ৷ এমনই এক ‘অ-যুক্তি’ দেখিয়ে শিলচর বিমানবন্দরেই তাদেরকে রুখে দেয় পুলিশ ৷ তবে, এবার যাতে সেই একই পরিস্থিতির শিকার না হয় প্রতিনিধিদল সেই কারণে আগেভাগেই কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল ৷

  First published: