Assam Tinsukia killings: তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

Last Updated:
#কলকাতা: রাতের অন্ধকারে চায়ের দোকান থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে ৫ বাঙালিকে ৷ মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জেরে ভয়ে কাঁপছে অসম ৷ অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷
রবিবার সকালে বিমানে চেপে ডিব্রুগড় হয়ে তিনসুকিয়া পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা নেত্রী ৷ নিহত পাঁচ বাঙালির বাড়িতে যাবেন প্রতিনিধিরা ৷ নিহতদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ দলীয় সূত্রে এমনটাই খবর ৷ রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকবেন সাংসদ নাদিমুল হক, বিধায়ক মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর ৷
advertisement
advertisement
জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছিল অসম ৷ সেই সময়ও অসমে প্রতিনিধিদল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু আইনশৃঙ্খলা অবনতি হতে পারে ৷ এমনই এক ‘অ-যুক্তি’ দেখিয়ে শিলচর বিমানবন্দরেই তাদেরকে রুখে দেয় পুলিশ ৷ তবে, এবার যাতে সেই একই পরিস্থিতির শিকার না হয় প্রতিনিধিদল সেই কারণে আগেভাগেই কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Tinsukia killings: তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement