Terrorist Arrest: ফের গ্রেফতার বাংলাদেশী জঙ্গি! অসম STF-এর অপারেশন ‘প্রঘাত’ সফল, এখনও পর্যন্ত পুলিশের জালে ১২
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Terrorist Arrest: ফের পুলিশের হাতে ধৃত বাংলাদেশী জঙ্গি। অপারেশন প্রঘাতের অধীনে ধরা পড়ল এই জঙ্গি।
ধুবরী: ফের পুলিশের হাতে ধৃত বাংলাদেশী জঙ্গি। অপারেশন প্রঘাতের অধীনে ধরা পড়ল এই জঙ্গি। সূত্রের খবর অনুযায়ী, ধুবরীতে অসম পুলিশের হাতে ধৃত আরও এক সন্দেহভাজন জঙ্গি। জাহের আলি নামে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল অসম STF। ইতিমধ্যে অপারেশন ‘প্রঘাত’-এর অধীনে ১২ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)।
সূত্রের খবর অনুযায়ী, ধৃত জঙ্গির নাম জাহির আলি। গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে অসম পুলিশের অভিযানে ধরা পড়ে এই জঙ্গি। ধৃত জাহির আলির নাম ছিল ‘মোস্ট ওয়ান্টেডের’ তালিকাতে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এর আগে ১২ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
advertisement
advertisement
একের পর জঙ্গি গ্রেফতারের ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ। রবিবার ১৯ জানুয়ারি ফের এক জঙ্গিকে গ্রেফতার করল অসম এসটিএফ। অপারেশন ‘প্রঘাত’-এর অধীনে এর আগেও ধুবরী থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ।
আরও পড়ুন: লেবু গাছের গোড়ায় দিন মাত্র ১ চামচ এই জিনিস…সারাবছর আর কিনতে হবে না লেবু! ১০ টাকাতেই ম্যাজিক
advertisement
জঙ্গিগোষ্ঠী আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। গোপন সূত্রে খবর পেয়েই তদন্ত শুরু করে অসম STF। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীর ঘনিষ্ঠ সহযোগী মোঃ ফারহান ইশরাকের নির্দেশে জঙ্গি কার্যকলাপ চালিয়েছে এই সংগঠন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2025 7:17 PM IST