NRC নিয়ে আজ সোনিয়া-রাহুল থেকে কেজরিওয়াল, দেবগৌড়ার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা মমতার

Last Updated:
#নয়াদিল্লি: অসমের নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলনের মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর রাজধানীতে বুধবারও  দিনভর NRC ইস্যু নিয়ে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তৃণমূলনেত্রী ৷ জাতীয় স্তরে জনমত তৈরিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবারের পাশাপাশি আইনি পথে হাঁটার সম্ভাবনাও খোলা রাখলেন তিনি।
বুধবার NRC ইস্যুতে সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করে আগামী কর্মসূচি নির্ধারণের পাশাপাশি কেজরিওয়াল, এইচডি দেবগৌড়ার সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এছাড়া বিভিন্ন দলের সাংসদদের সঙ্গে কথা বলতে সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর ৷
ধাপে ধাপে ও নিজস্ব কৌশলে দেশজোড়া প্রতিবাদ সংগঠিত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে ফেডারেল ফ্রন্ট নিয়েও চলবে আলোচনা ৷ দলীয় সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটা নাগাদ সোনিয়া গান্ধি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ অসম নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নীতি নিয়ে আলোচনা ছাড়াও আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সভায় রাহুল-সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেডারেল ফ্রন্ট নিয়েও চলতে পারে আলোচনা ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
সোনিয়া-রাহুল ছাড়াও এদিন নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলনকে আরও সংগঠিত করতে অন্যান্য দলের সাংসদদের সঙ্গে আলোচনা করতে এদিন সংসদের সেন্ট্রাল হলেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কর্ণাটক ভবনেও যেতে পারেন মমতা ৷ কথা হতে পারে এইচডি দেবগৌড়ার সঙ্গেও ৷ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও মুখোমুখি বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷
advertisement
এনআরসি নিয়ে ক্ষোভ জমছিলই। তাকেই সংগঠিত করে আন্দোলনের রূপ দিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার যার জন্য তিনি বেছে নেন ন্যাশনাল বিশপস কনফারেন্সের মঞ্চকে। মোদি থেকে অমিত শাহ, মমতার নিশানায় ছিল বিজেপি সরকার ৷ জাতীয় স্তরে তৃণমূল নেত্রী সরব হওয়ার পরই সুর চড়াল অন্য রাজনৈতিক দলগুলোও।
আরও পড়ুন 
advertisement
এনআরসি নিয়ে বিজেপির পরিকল্পনা বুঝেই রণকৌশল তৈরি তৃণমূল সুপ্রিমোর। জাতীয় স্তরে জনমত তৈরির পর তাই আইনি পথের ভাবনায় প্রবীণ আইনজীবী রাম জেঠমালানির সঙ্গেও সাক্ষাৎ করেন। আবার রাজনাথ সিংয়ের কাছেও দরবার করেছেন।
আরও পড়ুন 
advertisement
সবমিলিয়ে এনআরসি বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলে কেন্দ্রও খানিকটা চাপে। যে কারণে মঙ্গলবার দিনভর অমিত শাহের যাবতীয় আক্রমণের লক্ষ্যও ছিলেন তৃণমূলনেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NRC নিয়ে আজ সোনিয়া-রাহুল থেকে কেজরিওয়াল, দেবগৌড়ার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement