Assam-Mizoram Border conflict| রক্তক্ষয়ী সংঘর্ষ অসম মিজোরাম সীমানায়, কাঁপছে গোটা উত্তর-পূর্ব, ঘৃণার মাশুল: রাহুল গান্ধি

Last Updated:

Assam-Mizoram Border conflict| ইতিমধ্যেই হিমন্ত বিশ্ব শর্মা পৌঁছে গিয়েছেন শিলচরে। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করছেন তিনি।

#গুয়াহাটি: ক্রমেই নাটকীয় আকার ধারণ করছে অসম মিজোরাম সীমানা নিয়ে দুই রাজ্যের বিবাদ (Assam-Mizoram Border conflict)। সোমবার সন্ধ্যেতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৬ পুলিশকর্মীর মৃত্যুর কথা জানিয়েছেন। কিন্তু এখানেই শেষ হচ্ছেনা সংঘাত। হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, অসমের ৬ পুলিশের মৃত্যুতে মিজোরামের পুলিশ এবং দুষ্কৃতী হাত মেলাচ্ছে একে অন্যের সঙ্গে। ক্ষোভের কথা জানিয়ে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই। ইতিমধ্যেই হিমন্ত বিশ্ব শর্মা পৌঁছে গিয়েছেন শিলচরে। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করছেন তিনি। শোনা যাচ্ছে, সীমান্তবর্তী অঞ্চলেও পা রাখবেন  হিমন্ত বিশ্ব শর্মা সব মিলিয়ে সরগরম উত্তর-পূর্বের রাজনীতি।
হিমন্ত বিশ্ব শর্মা যে ভিডিওটি শেয়ার করেছেন-
advertisement
সোমবার দুপুর থেকেই অসমের চাচর জেলা ও মিজোরামের কোলাসিব জেলার সীমানা নিয়ে বিরোধ চরমে ওঠে। অভিযোগ লায়লাপুর সীমানায় মোতায়েন অসমের পুলিশকর্মীদের দিকে হঠাৎই স্থানীয় জনতা ইট পাথর ছুঁড়তে থাকে। ঘটনায় ৬০ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তারমধ্যে পুলিশ সুপার পদস্থ অফিসাররাও ছিলেন।
advertisement
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, "আমি কামনা করি আহতরা দ্রুত সেরে উঠুন। যারা আত্মীয়-পরিজনদের হারিয়েছেন তাদের জন্য অনেক সমবেদনা।" এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি। রাহুলের কথায়, "ইচ্ছাকৃতভাবে যে ঘৃণা ও অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে, তারই মাশুল গুনছে দেশবাসী।"
রাহুল গান্ধীর ট্যুইট দেখুন
advertisement
advertisement
উল্লেখ্য, ঠিক দু'দিন আগেই অমিত শাহ উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এবং সীমান্ত সমস্যা দ্রুত সমাধান করার প্রসঙ্গে কথাও বলেন। তারপরেই আবার এই সংঘাত, স্বাভাবিক ভাবেই উত্তরপূর্বের বিজেপি শাসিত রাজ্যগুলির এই টেনশান হার্টবিট বাড়াচ্ছে বিজেপির।
সূত্রের খবর ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বলেছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Assam-Mizoram Border conflict| রক্তক্ষয়ী সংঘর্ষ অসম মিজোরাম সীমানায়, কাঁপছে গোটা উত্তর-পূর্ব, ঘৃণার মাশুল: রাহুল গান্ধি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement