Assam NRC: '৭১-এর আগে বাংলাদেশ থেকে আসা অনেকের নাম নেই, বিস্ফোরক বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
Last Updated:
তাঁর কথায়, ' সীমান্ত এলাকাগুলিতে কম করে ২০ শতাংশ রিভেরিফিকেশন ও বাকি জেলাগুলিতে ১০ শতাংশ রি-ভেরিফিকেশন করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আবেদন করেছে, নির্ভুল ও স্বচ্ছ এনআরসি তালিকা প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্টের উচিত সেই আবেদন মঞ্জুর করা৷'
#গুয়াহাটি: ১৯৭১ সালের আগে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদেরও অনেকের নাম নেই জাতীয় নাগরিক পঞ্জী (NRC)-তে৷ কারণ, কর্তৃপক্ষ রিফিউজি সার্টিফিকেট গ্রহণ করতে চায়নি৷ আবার অনেক নাম এমনও রয়েছে এনআরসি-তে, যেগুলি ডেটায় দুর্নীতিতে ঢুকেছে৷ এমনই অভিযোগ করলেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
Names of many Indian citizens who migrated from Bangladesh as refugees prior to 1971 have not been included in the NRC because authorities refused to accept refugee certificates. Many names got included because of manipulation of legacy data as alleged by many 1/2 — Himanta Biswa Sarma (@himantabiswa) August 31, 2019
advertisement
তাঁর কথায়, ' সীমান্ত এলাকাগুলিতে কম করে ২০ শতাংশ রিভেরিফিকেশন ও বাকি জেলাগুলিতে ১০ শতাংশ রি-ভেরিফিকেশন করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আবেদন করেছে, নির্ভুল ও স্বচ্ছ এনআরসি তালিকা প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্টের উচিত সেই আবেদন মঞ্জুর করা৷'
advertisement
I reiterate that as requested by Central and State governments at least 20% reverification (bordering districts) and 10% re-verification(remaining districts) should be allowed by Honble Apex court for a correct and fair NRC. 2/2 — Himanta Biswa Sarma (@himantabiswa) August 31, 2019
advertisement
কেন্দ্র জানিয়েছে, যাঁদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় নেই, সব আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাঁদের এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। এনআরসির বাইরে থাকা প্রতিটি ব্যক্তি বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।
আরও ভিডিও: বাংলায় এনআরসি চালু করবে? বিজেপি-কে ঢুকতেই দেব না, বললেন মমতা
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2019 1:34 PM IST