ফুঁসছে ব্র‌হ্মপুত্র!‌ নদের জল ছুঁয়েছে পবিত্র বিষ্ণু–লক্ষ্মী মূর্তি‌র পা

Last Updated:

গুয়াহাটিতে চক্রেশ্বর বিষ্ণু মূর্তি মন্দিরের দিকে সকলেরই নজর থাকে। কারণ, যখন বন্যা হয়, তখন এই মন্দিরে জলের উচ্চতা দেখেই বোঝা যায়, কতটা বিপদসীমার উপর দিয়ে জল বইছে।

#‌অসম:‌ করোনা আতঙ্কের মধ্যেই অসম বন্যা আক্রান্ত। সে রাজ্যের ন’‌টি জেলা এখন জলের তলায়। আর সেই সময়েই এসেছে এক ভয়ানক ছবি। অসমের বিখ্যাত বিষ্ণু লক্ষ্মীর মূর্তি ছুঁয়েছে ব্রহ্মপুত্র নদের জল। যে ছবি দেখে অনেকেই চমকে যাচ্ছেন। গতবছরও ভয়ানক বন্যায় জলের তলায় চলে গিয়েছিল এই বিষ্ণু লক্ষ্মীর মূর্তি। এবছর এখনও জলের তলায় না গেলেও ইতিমধ্যে জল ছুঁয়েছে বিষ্ণু মূর্তি।
গুয়াহাটিতে চক্রেশ্বর বিষ্ণু মূর্তি মন্দিরের দিকে সকলেরই নজর থাকে। কারণ, যখন বন্যা হয়, তখন এই মন্দিরে জলের উচ্চতা দেখেই বোঝা যায়, কতটা বিপদসীমার উপর দিয়ে জল বইছে। কারণ, এটি প্রতিষ্ঠিত একটি বড় স্তম্ভের ওপর। সেই স্তম্ভের উচ্চতার নিরিখে জলের উচ্চতা বিচার করা হয়। সাধারণত বর্ষাকালে ভগবান বিষ্ণুর পায়ের কাছে পৌঁছে যায় নদের জল। কিন্তু গতবার প্রবল বন্যায় সেই মূ্র্তি ডুবে গিয়েছিল জলে।
advertisement
এবারে যেন সেই ভয়ানক দিকেই ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি। বৃহস্পতিবার দেখা গিয়েছে, বর্ষা আসার আগেই বিষ্ণুমূর্তির পায়ের কাছে পৌঁছে গিয়েছে নদের দল। বৃষ্টি থেমে গেলেও সাধারণ উচ্চতার থেকেও যে বেশি উচ্চতায় নদের জল বইছে, তা এই মূর্তির ছবি দেখলেই স্পষ্ট হয়।
advertisement
এখনও পর্যন্ত অসমে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনলক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ গ্রাম। অসংখ্য মানুষ ঘরছাড়া। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া এলাকায় মৃত্যু হয়েছে তিনজনের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফুঁসছে ব্র‌হ্মপুত্র!‌ নদের জল ছুঁয়েছে পবিত্র বিষ্ণু–লক্ষ্মী মূর্তি‌র পা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement