বন্যা কবলিত অসমকে ১ কোটি টাকা অর্থসাহায্য, অক্ষয় কুমারকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী সোনোওয়ালের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অভিনেতার কাছে ১ কোটি টাকার অর্থসাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ৷
#গুয়াহাটি: করোনা মোকাবিলায় ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিলেন ৷ এবার অসমের বন্যা ত্রাণেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ৷ বন্যায় বিধ্বস্ত বিহার ও উত্তর পূর্ব অসম ৷ বিহারে প্রায় ৭৬ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন ৷ প্রায় একই রকম অবস্থা অসমেও ৷ এই অবস্থায় এই দুই রাজ্যের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার ৷
অভিনেতার কাছে ১ কোটি টাকার অর্থসাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালও ৷ মঙ্গলবার ট্যুইট করে তিনি লেখেন, ‘‘ ধন্যবাদ অক্ষয় কুমার অসম সরকারের বন্যা ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করার জন্য ৷ আপনি সবসময়েই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ অসমের বন্ধু আপনি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন ৷ এবং আপনি আরও উন্নতির শিখরে পৌঁছন, সেই কামনাই করব ৷ ’’
advertisement
Thank you @akshaykumar ji for your kind contribution of ₹1 crore towards Assam flood relief. You have always shown sympathy and support during periods of crisis. As a true friend of Assam, may God shower all blessings to you to carry your glory in the global arena.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) August 18, 2020
advertisement
advertisement
একে করোনা ৷ তার উপর আবার বন্যা ৷ দুই মিলিয়ে খুবই খারাপ অবস্থা অসমের একাংশের বাসিন্দাদের ৷ এই খারাপ সময়ে যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার ৷ তার জন্য তাঁকে কুর্নিশ জানাতেই হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2020 2:37 PM IST