#নয়াদিল্লি: নোবেল শান্তি পুরস্কার চ্যালেঞ্জ ২০২২-এ বাজিমাত বাঙালি কন্যা আশিরা বিশ্বাস। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স (মেজর) এবং হিউম্যান রাইটস (মাইনর)-এর স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন। নোবেল মঞ্চেই তাঁকে দেওয়া হবে সংবর্ধনা। প্রথম বাঙালি হিসাবে এই পুরস্কার বাংলার মুকুটে নয়া পালক জুড়ে দিল।
প্রবন্ধ বিভাগে নোবেল শান্তি পুরস্কার চ্যালেঞ্জ ২০২২ পেলেন আশিরা। নোবেল শান্তি পুরস্কার ফোরাম 2022-এর অনুষ্ঠানে (ডিসেম্বর ৯-১২, ২০২২; অসলো) অংশগ্রহণের জন্য আশিরাকে নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই অনুষ্ঠানের সময়েই আশিরাকে সংবর্ধনা দেওয়া হবে।
ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের দুর্দশা মেটানোর বিষয়ে প্রবন্ধ লিখেছিলেন আশিরা। নরওয়ের সংবাদমাধ্যমে আশিরার পুরস্কারপ্রাপ্ত এই প্রবন্ধ প্রকাশ করা হবে। লন্ডন থেকে অসলোতে গিয়ে আশিরার গ্র্যান্ড হোটেলে থাকবেন। যেখানে নোবেল জয়ীরা থাকবেন নরওয়ের নোবেল কমিটিই তাঁদের অভ্যর্থনা জানাবেন।
আরও পড়ুন: মর্মান্তিক! টিকাকরণ শিবিরে অ্য়াসিড পড়ে জখম এক শিশু সহ তিন!
আরও পড়ুন: একমাস ফাইল আটকে রাখলেই শোকজ, নির্দেশ ক্ষুব্ধ ফিরহাদের
রোমে সেন্ট জর্জ ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, নয়াদিল্লির সংস্কৃতি স্কুল, তেহরান ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন আশিরা। পুণের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ ইন্ডিয়া, এবং হার্টফোর্ডের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। আশিরার বাবা প্রবাসী বাঙালি। পেশায় আইপিএস অফিসার। আপাতত তিনি রাজস্থানে পোস্টেড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।