Asaduddin Owaisi on Pakistan: আবার ট্রাম্পের জন্য নোবেল চাইবেন? ইরানে আমেরিকার হামলার পর পাকিস্তানকে প্রশ্ন ওয়াইসির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইসলামাবাদ জানিয়েছে, গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছনোর পর ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করায় তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা সুপারিশ করবে৷
ইসলামাবাদ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে তারা৷ ইসলামাবাদের এই ঘোষণার ঠিক পরেই পাকিস্তানের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷ আর সেই সূত্র ধরেই পাকিস্তানকে মোক্ষম প্রশ্ন করলেন হায়দ্রাবাদের সাংসদ এবং এআইএমআইএম নেতা আসদুদ্দিন ওয়াইসি৷ ইরানে হামলা করার পরেও ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁরা মনোনয়ন করবে কি না৷
ইসলামাবাদ জানিয়েছে, গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছনোর পর ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করায় তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা সুপারিশ করবে৷ শাহবাজ শরিফ সরকার জানায়, প্রকৃত শান্তিরক্ষকের মতোই ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন৷
যদিও রবিবার আমেরিকা ইরানের তিন তিনট পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য হামলা চালাতেই পাকিস্তানের বয়ান ঘুরে যায়৷ তারা জানায়, মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক৷ এমন কি, পাকিস্তান জানায় ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ এমন কি, ইরানের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে বলেও জানিয়ে দেয় ইসলামাবাদ৷
advertisement
advertisement
এই অবস্থান বদলের পরই পাকিস্তানকে একহাত নিয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘আমাদের পাকিস্তানকে প্রশ্ন করা উচিত যে ইরানে হামলা চালানোর জন্যও তারা ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে কি না!ইরানে হামলার পরওদের সেনাপ্রধান মুনির কি আবারও ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন?’
ওয়াইসি আরও অভিযোগ করেছেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র রয়েছে বলে একটি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে৷ ওয়াইসির কথায়, এর আগে ইরাক, লিবিয়া নিয়েও একই ধরনের প্রচার চালানো হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই দেশগুলিতেও কিছুই পাওয়া যায়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 4:12 PM IST