#নয়াদিল্লি: এই নিয়ে ৩ বার ৷ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নেবেন। কেজরিওয়াল আগেই জানিয়ে দিয়েছিলেন, মন্ত্রিসভায় কোনও পরিবর্তন হচ্ছে না ।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। গত দু’বারই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন অরবিন্দ। এই রামলীলা ময়দানের লোকপাল বিলের আন্দোলনের মঞ্চ থেকেই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।জানা গিয়েছে, প্রায় ১ লাখ লোক ধরে এই ময়দানে। আর সেই কারণেই রামলীলা ময়দানকে বেছে নিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর ইচ্ছে দিল্লি বাসীকে সাক্ষী রেখেই ফের মুখ্যমন্ত্রী আসিন হবেন ৷
শপথের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কেজরিওয়াল যেখানে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঠিক করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arvind Kejriwal, CM, News, Oath, Ramlila Maidan