হোম /খবর /দেশ /
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল

এই নিয়ে ৩ বার ৷ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এই নিয়ে ৩ বার ৷ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নেবেন। কেজরিওয়াল আগেই জানিয়ে দিয়েছিলেন, মন্ত্রিসভায় কোনও পরিবর্তন হচ্ছে না ।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। গত দু’বারই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন অরবিন্দ। এই রামলীলা ময়দানের লোকপাল বিলের আন্দোলনের মঞ্চ থেকেই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।জানা গিয়েছে, প্রায় ১ লাখ লোক ধরে এই ময়দানে। আর সেই কারণেই রামলীলা ময়দানকে বেছে নিয়েছেন কেজরিওয়াল ৷ তাঁর ইচ্ছে দিল্লি বাসীকে সাক্ষী রেখেই ফের মুখ্যমন্ত্রী আসিন হবেন ৷

শপথের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কেজরিওয়াল যেখানে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঠিক করবেন।

Published by:Akash Misra
First published:

Tags: Arvind Kejriwal, CM, News, Oath, Ramlila Maidan